Monday, 31 August 2009

এক নজরে আগষ্ট ২০০৯

২৬শে আগষ্ট ২০০৯ (বুধবার):


২৫শে আগষ্ট ২০০৯ (মঙ্গলবার):

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নগরী কান্দাহারে ট্রাক বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪০ জন নিহত এবং ৬৫ জন আহত।

২৪শে আগষ্ট ২০০৯ (সোমবার):

আন্দামান দ্বীপপুঞ্জের সমুদ্র উপকূল থেকে উদ্ধার হওয়া ১৭৫ জন বাংলাদেশী দেশে ফিরে আসেন। এ দিন সকালে যশোরের বেনাপোলে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্মকর্তারা বিডিআর কর্মকর্তাদের নিকট তাদেরকে হস্তান্তর করেন।

২৩শে আগষ্ট ২০০৯ (রবিবার):

যানজট নিরসন এবং অবৈধ গাড়ী চলাচল বন্ধে ‘অপারেশন ক্লিন স্ট্রীট’ শুরু। রাজধানী ঢাকাকে ৮টি অঞ্চলে ভাগ ক’রে ভ্রাম্যমান আদালত কাজ শুরু করে।

২২শে আগষ্ট ২০০৯ (শনিবার):

দিনাজপুর সীমান্তে বিডিআর ও বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক। বৈঠকে শুভেচ্ছা বিনিময় ও উভয় সীমান্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

২১শে আগষ্ট ২০০৯ (শুক্রবার):

আফগান সীমান্তবর্তী পাকিস্তানের ওয়াজিরিস্তানে দুটি মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১২ জন নিহত। নিহতদের মধ্যে ৮ জন নারী ও শিশু। এটি ছিল সিআইএ পরিচালিত চালকবিহীন ড্রোন বিমান হামলা।

২০শে আগষ্ট ২০০৯ (বৃহস্পতিবার):

‌আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন । আত্মঘাতী বোমা হামলা, বোমা বিস্ফোরণ ও রকেট হামলার কারণে কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ক’রে দেওয়া হয়। কাবুলে পুলিশের সাথে তালিবান যোদ্ধাদের ঘণ্টাব্যাপী বন্দুক যুদ্ধও হয়েছে। নিহত হয়েছে ২ আত্মঘাতী বোমা হামলাকারী। দেশটির দক্ষিণাঞ্চলে পৃথক হামলায় নিহত হয় ৩ মার্কিন সৈন্য।

১৯শে আগষ্ট ২০০৯ (বুধবার):

‘বাংলাদেশ রাইফেলস’ (বিডিআর) নাম পরিবর্তন ক’রে ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ রাখার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব উপস্থাপন করেন বিডিআরের মহাপরিচালক মে. জে. মইনুল ইসলাম।

১৮ই আগষ্ট ২০০৯ (মঙ্গলবার):

হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সফররত মিশরীয় প্রেসিডেন্ট হোসনী মোবারকের বৈঠক অনুষ্ঠিত। ইসরাঈল-ফিলিস্তীন সমস্যা সমাধান ক’রে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে উভয়ে ঐকমত্য প্রকাশ করেন।

১৭ই আগষ্ট ২০০৯ (সোমবার):

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৯ মাইল এলাকা থেকে ৫ ভারতীয় নাগরিক আটক। গোপন সংবাদের ভিত্তিতে সেনা ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

১৬ই আগষ্ট ২০০৯ (রবিবার):
তিন পার্বত্য জেলা থেকে সেনা প্রত্যাহার হাইকোর্টের আদেশে স্থগিত।

১৫ই আগষ্ট ২০০৯ (শনিবার):

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৪ তম শাহাদাতবার্ষিকী (জাতীয় শোক দিবস) বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত।
বঙ্গবন্ধু
১৪ই আগষ্ট ২০০৯ (শুক্রবার):
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ১৫ আগষ্ট জন্মদিন পালন না করতে উকিল নোটিস প্রেরণ। ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহাজাদা মহিউদ্দিন তার আইনজীবী অ্যাডভোকেট কেএম নজিবুল্লাহর মাধ্যমে এই নোটিস পাঠান।

১৩ই আগষ্ট ২০০৯ (বৃহস্পতিবার):

রাশিয়ার গোলযোগপূর্ণ দাগেস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ১১ জন (৪ পুলিশ কর্মকর্তা সহ) নিহত।

১২ই আগষ্ট ২০০৯ (বুধবার):

সিলেটের জকিগঞ্জ সীমান্তে বিডিআর ও বিএসএফের ব্যাটেলিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব প্রদানকারী লেফটেন্যান্ট কর্ণেল সালাহ উদ্দিন বৈঠক শেষে জানান - বাংলাদেশের পক্ষ থেকে ৩টি দাবী উত্থাপন করা হয়, এর মধ্যে একটি দাবী বিএসএফ মেনে নিয়েছে এবং অন্যগুলো তারা বিএসএফ প্রধানের সাথে আলোচনা ক’রে জানাবেন। তিনি আরও জানান, বিএফএফ সীমান্তের দেড় কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণের অনুমতি চেয়েছে। আমরা বলেছি, ঢাকায় আলোচনার পর এ ব্যাপারে জানাবো।

১১ই আগষ্ট ২০০৯ (মঙ্গলবার):

শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সাথে দেশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে এক বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু বলেন - জনগণের মাথার ঘাম পায়ে ফেলা কষ্টে উপার্জিত অর্থ থেকে সরকারকে দেয়া ট্যাক্সের টাকায় আপনাদের বেতন দেওয়া হয়, তাই জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রত্যেক সদস্যের দায়িত্ব।

১০ই আগষ্ট ২০০৯ (সোমবার):

পুলিশী বাধার মুখে টিপাইমুখ অভিমুখী লংমার্চ লক্ষ্যস্থলে পৌঁছতে পারেনি। সীমান্তের দিকে যাওয়ার পথে জকিগঞ্জ শহর অতিক্রম করার সময় পুলিশ লংমার্চটিকে আটকে দেয়।

৯ই আগষ্ট ২০০৯ (রবিবার):

নবনিযুক্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন - টিপাইমুখ বাঁধ বিরোধী লংমার্চকে সরকার ইতিবাচকভাবে দেখছে। লংমার্চের ফলে ভারতের সম্ভাব্য এই বাঁধের বিরুদ্ধে জনমত সৃষ্টি হচ্ছে।

৮ই আগষ্ট ২০০৯ (শনিবার):
ভারতের টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রকল্পের প্রতিবাদে ঢাকা থেকে সিলেট অভিমুখে তিন দিন ব্যাপী লংমার্চ শুরু করেছে টিপাইমুখ বাঁধ প্রতিরোধ কমিটি ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই লংমার্চ উদ্বোধন করেন অধ্যাপক মোজাফফর আহমেদ।

৭ই আগষ্ট ২০০৯ (শুক্রবার):
ইরাকের উত্তর মসুলের রাশেদিয়া শহরে জুমুআর নামাযের পর একটি মসজিদের কাছে গাড়ী-বোমা বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত ও বহু লোক আহত।

৬ই আগষ্ট ২০০৯ (বৃহস্পতিবার):
আধিপত্য বিস্তার ও সিট দখলকে কেন্দ্র ক’রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ‍অন্তত ১৫ জন আহত

৫ই আগষ্ট ২০০৯ (বুধবার):
বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য সরকারের কাছে রোডম্যাপ ঘোষণার দাবী জানান। জাতীয় প্রেসক্লাবে আদিবাসী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এই দাবী জানান।

৪ঠা আগষ্ট ২০০৯ (মঙ্গলবার):
আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানদের কয়েক দফা রকেট হামলা

৩রা আগষ্ট ২০০৯ (সোমবার):
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে বোমা হামলায় মহিলা ও শিশু সহ কমপক্ষে ১২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত।

২রা আগষ্ট ২০০৯ (রবিবার):
পিলখানায় বিডিআর সদর দফতরে আরও একজন বিডিআর সদস্যের মৃত্যু। বিডিআরের মেকানিক্যাল শাখায় কর্মরত মোহাম্মদ শহীদুল্লাহ (৪৭) নামের এই বিডিআর সদস্য হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গত ফেব্রুয়ারী ট্র্যাজেডির পর এই নিয়ে পিলখানায় ৩৫ জন বিডিআর সদস্যের মৃত্যু হয়।

১লা আগষ্ট ২০০৯ (শনিবার):
কিরঘিজস্তানে আরেকটি রুশ সামরিক ঘাঁটি স্থাপনের ব্যাপারে উভয় দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত।

Monday, 10 August 2009

Background of Tanzeem-e-Islami

Background of Tanzeem-e-Islami

The essence of what we call the “Islamic revolutionary thought” consists of the idea that it is not enough to practice Islam in one's individual life but that the teachings of the Qur'an and those of the Sunnah of Prophet Muhammad (SAW) must also be implemented in their totality in the social, cultural, juristic, political, and the economic spheres of life. The credit for reviving this dynamic concept of Islam in the Indian subcontinent, after centuries of neglect and dormancy, goes to Allama Muhammad Iqbal. The first attempt towards the actualization of this concept was made by Maulana Abul Kalam Azad through his short-lived party, the Hizbullah. Another attempt was made by Maulana Sayyid Abul A`la Maududi through his Jama`at-e-Islami; however, the decision by the Jama`at after the creation of Pakistan to take part in the electoral process instead of continuing the original revolutionary methodology gradually resulted in its degeneration from a pure Islamic revolutionary party to a mere political one.
When Jama’t-e-Islami entered in the electoral process in 1956, a group of individuals including Dr. Israr Ahmed resigned on account of their disagreement with the leadership of the Jama‘at on significant policy matters. They came together and tried unsuccessfully to form an organized group that was expected to fulfill the vacuum created by the post-1947 change in the direction and course of Jama‘at-e-Islami. A resolution was passed which subsequently became the Mission Statement of Tanzeem-e-Islami.
While continuing his Quranic lectures, Dr. Israr kept waiting for his former colleagues to initiate efforts of Islamic renaissance through the revolutionary process. However upon realizing that nobody was coming forward to shoulder this responsibility, he decided to step-on for this effort and call people to make a disciplined organization and he therefore laid the foundation of Tanzeem-e-Islami.

Sunday, 9 August 2009

এক নজরে জুলাই ২০০৯

৩১শে জুলাই ২০০৯ (শুক্রবার):
দ্বিতীয়বারের ন্যায় সম্প্রসারিত হল শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রীসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নিকট শপথবাক্য পাঠ করেন ১ মন্ত্রী এবং ৫ প্রতিমন্ত্রী। শপথগ্রহণের পরপরই প্রধানমন্ত্রী তাদের মাঝে দপ্তর বণ্টন করেন -
- শাহজাহান খান (মন্ত্রী) নৌপরিবহন মন্ত্রণালয়।
- ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক (প্রতিমন্ত্রী) বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
- ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) ডা. মুজিবুর রহমান ফকির (প্রতিমন্ত্রী) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
- এডভোকেট প্রমোদ মানকিন (প্রতিমন্ত্রী) সংস্কৃতি মন্ত্রণালয়।
- মাহবুবুর রহমান (প্রতিমন্ত্রী) পানিসম্পদ মন্ত্রণালয়।
- অধ্যাপক ড. শিরীন শারমিন চৌধুরী (প্রতিমন্ত্রী) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
এতে মহাজোট সরকারের মন্ত্রীসভার সদস্য সংখ্যা দাঁড়াল ৪৩ -এ।

৩০শে জুলাই ২০০৯ (বৃহস্পতিবার):
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার সচিবালয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন -
- পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনীর সম্পূর্ণ একটি ব্রিগেড প্রত্যাহার করায় সেখানে আইন-শৃংখলা ‍পরিস্থিতির কোন অবনতি হবে না।
- সেখানে আরও যে চারটি ব্রিগেড রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে প্রত্যাহার ক’রে নেওয়া হবে।
বাকী ব্রিগেডগুলো কবে প্রত্যাহার করা হবে - এই প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নির্ভর করবে ঐ এলাকার আইন-শৃংখলা পরিস্থিতির উপর।

২৯শে জুলাই ২০০৯ (বুধবার):
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের বরাত দিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয় - ১৯৯৭ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পাবর্ত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে ৩৫টি সেনাক্যাম্প ও তিন পদাতিক ব্যাটালিয়নসহ সেনাবাহিনীর একটি বিগ্রেড পুরোপুরি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উল্লেখ্য, এক ব্রিগেডে প্রায় তিন হাজার সেনা থাকে।

২৮শে জুলাই ২০০৯ (মঙ্গলবার):

আগারগাঁওস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) হুফফাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ১৩ তম জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। প্রতিযোগিতায় ৩০ পার‍া কুরআনের হাফেয ক্যাটাগরিতে হাফেয সাইফুল ইসলাম প্রথম এবং এক থেকে দশ বছর বয়সীদের মধ্যে হাফেয মো: সোহাগ হোসেন প্রথম স্থান অধিকার করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শায়খুল হাদীস আজিজুল হক।

২৭শে জুলাই ২০০৯ (সোমবার):
প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের পরমাণবিক সাবমেরিন সংযোজনের ফলে এই অঞ্চলে অস্থিরতার সৃষ্টি হবে বলে মর্মে বিবৃতি দিয়েছে পাকিস্তানের নৌবাহিনী।

২৬শে জুলাই ২০০৯ (রবিবার):
বাংলাদেশের ভারতের প্রথম পরমাণু ক্ষমতাসম্পন্ন সাবমেরিন আইএনএস আরিহান্ট উদ্বোধন করেন সে দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

২৫শে জুলাই ২০০৯ (শনিবার):
বাংলাদেশের সমুদ্র অঞ্চলের বিরাট একটি অংশ দখলের ষড়যন্ত্র করছে ভারত - মর্মে অভিযোগ করে বাংলাদেশ সামুদ্রিক অঞ্চল ও সম্পদ রক্ষা জাতীয় কমিটি (জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে)।

২৪শে জুলাই ২০০৯ (শুক্রবার):
কিরগিজিস্তানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভ পুনঃনির্বাচিত। ২০০৫ সালে রাজপথে সহিংস বিক্ষোভের পথ ধরে বাকিয়েভ ক্ষমতায় এসেছিলেন। উল্লেখ্য, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দেশটিতে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়েরই সামরিক ঘাঁটি রয়েছে।

২৩শে জুলাই ২০০৯ (বৃহস্পতিবার):
বাংলাদেশে সফররত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত ঝাউ জেং এক সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তরকালে বলেন -
- গত ৫ই জুলাই চীনের পশ্চিমাঞ্চলীয় শিন ঝিয়ান প্রদেশের রাজধানী উরুমকী শহরে সংঘটিত ভয়াবহ দাঙ্গার
ব্যাপারে সে দেশের সরকারের অবস্থান ব্যাখ্যা করাই তার এই সফরের মূল উদ্দেশ্য।
- শিন ঝিয়ানে বর্তমানে স্বাভাবিক পরিস্থিতি বির‍াজ করছে।
- গত ৫ই জুলাই উরুমকী শহরে হান এবং মুসলিম উইঘুরদের মধ্যে এক ভয়াবহ দাঙ্গায় অন্তত ১৯৭ জন নিহত এবং ১ হাজার ৬০০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৪৬ জন মুসলিম। এই দাঙ্গায় ধ্বংস হয়েছে ৬৪৩টি পরিবার।
- এই ভয়াবহ দাঙ্গার পেছনে বাইরের বা বিদেশী শক্তির উস্কানি রয়েছে।
- সংঘাতের এই ঘটনাকে পূর্ব পরিকল্পিত ও সুসংগঠিত বলে মনে করছে চীন সরকার।

২২শে জুলাই ২০০৯ (বুধবার):
দক্ষিণ-পূর্ব এশীয় (আসিয়ানভুক্ত) দেশসমূহের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত। অঞ্চলটিতে চীনের ক্রমবর্ধিষ্ণু প্রভাবের পরিপ্রেক্ষিতে এই চুক্তি স্বাক্ষরিত হল।

২১শে জুলাই ২০০৯ (মঙ্গলবার):
আফগানিস্তানের পূর্বাঞ্চলের দুটি শহরে তালেবানের একটি আত্মঘাতী হামলাকারী গ্রুপ একটি সামরিক ঘাঁটি ও সরকারী ভবনসমূহ উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এতে ৪ ব্যক্তি নিহত হয়।

২০শে জুলাই ২০০৯ (সোমবার):
রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটে ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে ছাত্রশিবির কর্মীরা হল দখলের চেষ্টা করলে ছাত্রশিবির-ছাত্রলীগ তুমুল সংঘর্ষ। উভয়পক্ষে কমপক্ষে ২০ জন আহত।

১৯শে জুলাই ২০০৯ (রবিবার):
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস দখলকে কেন্দ্র ক’রে ছাত্রলীগ ও ছাত্রশিবির কর্মীদের গুলি বিনিময়।

১৮ই জুলাই ২০০৯ (শনিবার):
মৌরিতানিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত। রাজধানী নাউকচটে পুলিশ ও অজ্ঞাত বন্দুকধারীদের মধ্যে গুলি বিনিময়।

১৭ই জুলাই ২০০৯ (শুক্রবার):
জাকার্তায় ম্যারিয়ট ও রিজ হোটেলে প্রায় কাছাকাছি সময়ে পৃথক আত্মঘাতী বোম‍া হামলায় ১২ জন নিহত এবং অর্ধশতাধিক আহত।

১৬ই জুলাই ২০০৯ (বৃহস্পতিবার):
পরমাণু বোম‍া ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার শাস্তিস্বরূপ উত্তর কোরিয়ার ওপরে নতুন ক’রে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

১৫ই জুলাই ২০০৯ (বুধবার):
ইরানে কাস্পিয়ান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত; ১৬৮ জন আরোহীর সকলে নিহত

১৪ই জুলাই ২০০৯ (মঙ্গলবার):
ইরানে বিদ্রোহী সুন্নী মুসলিম গ্রুপের ১৪ সদস্যের প্রকাশ্যে ফাঁসি কার্যকর

১৩ই জুলাই ২০০৯ (সোমবার):
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি মাদ্রাসায় শক্তিশালী বোমা বিস্ফোরণে সাত শিশু সহ কমপক্ষে ১৫ জন নিহত এবং ৭০ জন আহত।

১২ই জুলাই ২০০৯ (রবিবার):
নতুন দিল্লীতে আংশিকভাবে নির্মিত একটি রেল সেতুর অংশবিশেষ আকস্মিকভাবে ধসে পড়ে ৫ জন নিহত এবং ১৫ জন আহত

১১ই জুলাই ২০০৯ (শনিবার):
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ক’রে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষ।

বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা।

১০ই জুলাই ২০০৯ (শুক্রবার):
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় মুসলিম প্রধান জিনজিয়াংয়ের রাজধানী উরুমকীতে সম্ভাব্য গোলযোগের আশংকায় এ দিন (শুক্রবার) সকল মসজিদে জুমুআর নামাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়, লোকজনকে নিজ নিজ ঘরে জুমুআর নামাজ আদায়ের পরামর্শ দেওয়‍া হয়। কিন্তু মুসল্লীরা সরকারী নির্দেশের বিরোধিতা ক’রে বলছে যে, ঘরে কখনও জুমুআর নামাজ আদায় করা যায় না, তাই তারা অবশ্যই মসজিদে যাবে।

সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা ক’রে উরুমকীতে মুসল্লীরা জুমুআর নামাজ আদায়ের জন্য মসজিদে ভীড় জমায়, কিন্তু পুলিশী বাধার মুখে নামাজ আদায় সম্ভব হয়নি। তবে রাজধানী উরুমকীর বাইরে কোন কোন মসজিদে জুমুআর নামাজ অনুষ্ঠিত হয়।

৯ই জুলাই ২০০৯ (বৃহস্পতিবার):
বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে ৩ জন বাংলাদেশী নিহত।

৮ই জুলাই ২০০৯ (বুধবার):
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে প্রশ্নোত্তর পর্বে বলেন, গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে একটি শ্রেণী বিরাট চক্রান্তের খেলা খেলছে।

৭ই জুলাই ২০০৯ (মঙ্গলবার):
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে চালকবিহীন মার্কিন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় ১৪ জন নিহত।

৬ই জুলাই ২০০৯ (সোমবার):
বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, টিপাইমুখ বাঁধ মূলত কোন ইস্যুই নয়, এ নিয়ে বিরোধী দল অহেতুক ইস্যু তৈরী করার চেষ্টা করছে।

৫ই জুলাই ২০০৯ (রবিবার):
টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে ঢাকায় অর্ধশতাধিক জনতা কর্তৃক ভারতীয় হাইকমিশন ঘেরাও। পুলিশী বাধার মুখে সংঘর্ষে ৬ জন পুলিশ সহ ১৫ জন আহত।

৪ঠা জুলাই ২০০৯ (শনিবার):
উত্তর কোরিয়া পরীক্ষামূলকভাবে ৬টি ব্যালেষ্টিক মিসাইল নিক্ষেপ করে।

৩রা জুলাই ২০০৯ (শুক্রবার):
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে চালকবিহীন মার্কিন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহত।

২রা জুলাই ২০০৯ (বৃহস্পতিবার):
আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে নতুন ক’রে ব্যাপক অভিযান শুরু করে মার্কিন বাহিনী।



১লা জুলাই ২০০৯ (বুধবার):
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মণি বলেন, কূটনীতিকদের বক্তব্য-বিবৃতিতে একটা সীমারেখা থাকে, কিন্তু ভারতের হাইকমিশনার তার সাম্প্রতিক বক্তব্যে কূটনৈতিক সেই সীমারেখা মানেননি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশের বিশেষজ্ঞদেরকে ‘তথাকথিত’ বলে মন্তব্য সহ আরও কিছু অপ্রাসঙ্গিক বক্তব্য কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কি না জানতে চাইলে ব্যক্তিগত মত হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।