Saturday 6 June 2009

এক নজরে জুন ২০০৯

৩০শে জুন ২০০৯:
বেলুচিস্তানে রিমোট-কন্ট্রোল বোমা হামলায় ৫ জন নিহত।

২৯শে জুন ২০০৯:
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মণি বলেন, ভারত ও মায়ানমারের সাথে সমুদ্রসীমা নির্ধারণকল্পে কোন ধরনের জরিপ কাজ পরিচালনার উদ্যোগ সরকারের নেই। জাতীয় সংসদে সাংসদ রাশেদা বেগম হীরার এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

২৮শে জুন ২০০৯:
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তিরক্ষী প্রশিক্ষণ কেন্দ্রের প্রধানদের নিয়ে চারদিন ব্যাপী সম্মেলন ঢাকায় শুরু। বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল আবদুল হাফিজ এই সম্মেলন উদ্বোধন করেন।

২৭শে জুন ২০০৯:

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ রেলষ্টেশনের কাছে একটি যাত্রীবাহী চলন্ত ট্রেনের কামরায় শক্তিশালী বোমা বিস্ফোরণে ১০ যাত্রী আহত। ট্রেনটি খুলনা থেকে রাজশাহী যাচ্ছিল।

২৬শে জুন ২০০৯:
ঢাকার কারওয়ান বাজারে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে তিন ব্যবসায়ী নিহত এবং গুলিবিদ্ধ হয়ে এক ব্যবসায়ী আহত। চাঁদা দিতে অস্বীকৃতির জের ধরে এই হত্যাকাণ্ড চালান হয় বলে জানা যায়। হতাহতরা স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা।

২৫শে জুন ২০০৯:
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেন:
- দক্ষিণ এশিয়া অঞ্চলের ‍পানি বিতর্ক নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

- ভারত থেকে কি পরিমাণ পানি বাংলাদেশে আসে এবং টিপাইমুখ বাঁধের সম্ভাব্য প্রভাব কি হতে পারে, এ সব ব্যাপারে তার কাছে কোন তথ্য নেই।
- দক্ষিণ এশিয়ার পানি বিতর্কে তার দেশের (মার্কিন যুক্তরাষ্ট্র) কোন সংশ্লিষ্টতা নেই।
নিরাপত্তা গবেষণা বিষয়ক সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস এণ্ড সিকিউরিটি স্টাডিজ আয়োজিত ‘দক্ষিণ এশিয়া এবং বারাক ওবামার পররাষ্ট্রনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় মূল বক্তার বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

২৪শে জুন ২০০৯:
৬০তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স ও ৩১তম বিএমএ স্পেশাল কোর্সের জেন্টেলম্যান ও জেন্টেল উইম্যান ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে চট্টগ্রামের ভাটিয়ারীস্থ বাংলাদেশ মিলিটারী একাডেমীতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত।

২৩শে জুন ২০০৯:
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে চালকবিহীন মার্কিন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫০ জন নিহত, আহত বহুসংখ্যক।


২২শে জুন ২০০৯:
বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার আমদানিকৃত পণ্য ভস্মীভূত।

২১শে জুন ২০০৯:
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন:
- টিপাইমুখ বাঁধ নির্মাণ ক’রে জলবিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে ভারত। এই প্রকল্পে কেবল জলবিদ্যুৎই উৎপাদন করা হবে।
- টিপাইমুখ বাঁধ দিয়ে পানির গতি পরিবর্তন ক’রে কৃষি কিংবা অন্য কাজে ব্যবহারের কোন পরিকল্পনা নেই ভারতের।

- টিপাইমুখ বাঁধ নিয়ে বাংলাদেশের পানি বিশেষজ্ঞরা বিভ্রান্তি ছড়াচ্ছেন।- কোন অসৎ উদ্দেশ্য নিয়ে এ বাঁধ নির্মাণ করা হচ্ছে ন‍া।

- ভারত কোন অবস্থায়ই বাংলাদেশের শত্রুরাষ্ট্র নয়।
‘দক্ষিণ এশীয় যোগাযোগ : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ সব কথ‍া বলেন।

২০শে জুন ২০০৯:
ইরানের পরাজিত প্রেসিডেন্ট-পদপ্রার্থী মীর হোসেন মুসাভি’র সমর্থনে আয়োজিত বিশাল সমাবেশ পুলিশী বাধার মুখে পণ্ড। তেহরানে সমাবেশ ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা জলকামান ব্যবহার করে, টিয়ারগ্যাস ছোঁড়ে এবং ব্যাটন চার্জ করে।


১৯শে জুন ২০০৯:
রাজশাহীতে ৪ জন মহিলা ও ২ জন শিশু সহ মোট ১৮ ব্যক্তিকে জঙ্গী (ইসলামের নামে সন্ত্রাস সৃষ্টিকারী অর্থে) গ্রেফতার ক’রে পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ।

১৮ই জুন ২০০৯:
লালমনির হাটের বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশী গরু-ব্যবসায়ী নিহত (ভোরে)। পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর (সন্ধ্যায়)।

১৭ই জুন ২০০৯:
ইরানের পরাজিত প্রেসিডেন্ট-পদপ্রার্থী মীর হোসেন মুসাভি’র সমর্থক দুই প্রভাবশালী সংস্কারবাদী সাংবাদিক গ্রেফতার।

১৬ই জুন ২০০৯:
কর্ণফুলী নদীর পতেঙ্গা পয়েন্টে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (চীনের তৈরী FT-6) বিধ্বস্ত। পাইলট অক্ষত।
১৫ই জুন ২০০৯:
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে লে. জে. আবদুল মুবিন চৌধুরীর দায়িত্ব গ্রহণ। তিনি বিদায়ী সেনাপ্রধান মইন উ আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

১৪ই জুন ২০০৯:
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক বিডিআর সদস্যদেরকে ধরিয়ে দিলে এক লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

১৩ই জুন ২০০৯:
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে আহমদী নেজাদ বিপুল ব্যবধানে বিজয়ী।

১২ই জুন ২০০৯:
সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে সাঈদুর রহমান নামে একজন বাংলাদেশী নিহত।

১১ই জুন ২০০৯:
ইন্দোনেশিয়ার বেংকুলু প্রদেশে মাঝারি মাত্রার ভূমিকম্প। তাৎক্ষণিকভাবে কোন হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
১০ই জুন ২০০৯:
ইরাকে গাড়ীবোমা বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত এবং ৭০ জন আহত।

৯ই জুন ২০০৯:
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে পাঁচ তারক‍া হোটেলে শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত ১৬, আহত ৫৭।

৮ই জুন ২০০৯:
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় নারাথিওয়াথ প্রদেশের একটি মসজিদে মাগরিবের নামাজের সময়ে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত ১০, আহত ১২। গুলিবর্ষণের সময়ে সকলেই সাজদা-রত অবস্থায় ছিলেন। উল্লেখ্য, থাইল্যান্ডের প্রধান তিনটি মুসলিম প্রদেশের মধ্যে নারাথিওয়াথ অন্যতম। গত পাঁচ বছরে সেখানে বোমা ও গুলিতে তিন হাজারেরও বেশী মুসলমান নিহত হয়েছেন।

৭ই ‍জুন ২০০৯:
পেন্টাগণের অভিযোগ - বুশ প্রশাসনের সময় সন্ত্রাস মোকাবেলার জন্য পাওয়া সামরিক সাহায্য সেনাবাহিনীর আধুনিকায়নেই ব্যয় করেছে পাকিস্তান, যাতে যুদ্ধ হলে তারা ভারতের মোকাবেলা করতে পারে এবং এ ব্যাপারে বুশ প্রশাসন ওয়াকিফহাল ছিল।

৬ই জুন ২০০৯:
পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের স্পিন বোলদাক শহরে আত্মঘাতী বোমা হামলায় ৪ জন নিহত।

৫ই জুন ২০০৯:
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুতে একটি পাবলিক বাসে অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে ২৪ আরোহী নিহত এবং ৪৪ জন আহত। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

৪ঠা জুন ২০০৯:
মিসরের কায়রো বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড হলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মুসলিম বিশ্বের উদ্দেশ্যে ৫৫ মিনিট ব্যাপী ভাষণ প্রদান করেন।

৩রা জুন ২০০৯:
ফিলিপাইনে বন্দুকধারীদের গুলিতে জনৈক জুনিয়র মন্ত্রী আহত।

২রা জুন ২০০৯:
তালেবানের হাতে আটক ৫০০ ‍অপহৃতের ভেতরে ৮০ শিক্ষার্থীকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা থেকে উদ্ধার করেছে পাকিস্তান সেনাবাহিনী। উদ্ধারকৃত সকলেই উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনী পরিচালিত ক্যাডেট কলেজের ছাত্র।

১লা জুন ২০০৯:
২২৮ যাত্রী নিয়ে এয়ার ফ্রান্সের একটি উড়োজাহাজ আটলান্টিক মহাসাগরের আকাশে নিখোঁজ।

No comments:

Post a Comment