Saturday 31 October 2009

আমরা সেই সে জাতি

আমরা সেই সে জাতি
কাজী নজরুল ইসলাম

ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি,

সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি।।

পাপ-বিদগ্ধ তৃষিত ধরার লাগিয়া আনিল যারা -
মরুর তপ্ত বক্ষ নিঙাড়ি’ শীতল শান্তিধারা,
উচ্চ-নীচের ভেদ ভাঙি’ দিল সবারে বক্ষ পাতি’।
আমরা সেই সে জাতি।।

শুধু মুসলমানের লাগিয়া আসেনি কো ইসলাম,
সত্যে যে চায়, আল্লা’য় মানে মুসলিম তারই নাম,
আমীর-ফকীরে ভেদ নাই, সবে ভাই, সব এক সাথী।
আমরা সেই সে জাতি।।

নারীরে প্রথম দিয়াছি মুক্তি, নর-সম অধিকার,
মানুষের গড়া প্রাচীর ভাঙিয়া করিয়াছি একাকার,
আঁধার রাতের বোরকা উতারি’ এনেছি আশার ভাতি।
আমরা সেই সে জাতি।।

No comments:

Post a Comment