Sunday 9 August 2009

এক নজরে জুলাই ২০০৯

৩১শে জুলাই ২০০৯ (শুক্রবার):
দ্বিতীয়বারের ন্যায় সম্প্রসারিত হল শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রীসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নিকট শপথবাক্য পাঠ করেন ১ মন্ত্রী এবং ৫ প্রতিমন্ত্রী। শপথগ্রহণের পরপরই প্রধানমন্ত্রী তাদের মাঝে দপ্তর বণ্টন করেন -
- শাহজাহান খান (মন্ত্রী) নৌপরিবহন মন্ত্রণালয়।
- ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক (প্রতিমন্ত্রী) বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
- ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) ডা. মুজিবুর রহমান ফকির (প্রতিমন্ত্রী) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
- এডভোকেট প্রমোদ মানকিন (প্রতিমন্ত্রী) সংস্কৃতি মন্ত্রণালয়।
- মাহবুবুর রহমান (প্রতিমন্ত্রী) পানিসম্পদ মন্ত্রণালয়।
- অধ্যাপক ড. শিরীন শারমিন চৌধুরী (প্রতিমন্ত্রী) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
এতে মহাজোট সরকারের মন্ত্রীসভার সদস্য সংখ্যা দাঁড়াল ৪৩ -এ।

৩০শে জুলাই ২০০৯ (বৃহস্পতিবার):
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার সচিবালয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন -
- পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনীর সম্পূর্ণ একটি ব্রিগেড প্রত্যাহার করায় সেখানে আইন-শৃংখলা ‍পরিস্থিতির কোন অবনতি হবে না।
- সেখানে আরও যে চারটি ব্রিগেড রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে প্রত্যাহার ক’রে নেওয়া হবে।
বাকী ব্রিগেডগুলো কবে প্রত্যাহার করা হবে - এই প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নির্ভর করবে ঐ এলাকার আইন-শৃংখলা পরিস্থিতির উপর।

২৯শে জুলাই ২০০৯ (বুধবার):
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের বরাত দিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয় - ১৯৯৭ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পাবর্ত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে ৩৫টি সেনাক্যাম্প ও তিন পদাতিক ব্যাটালিয়নসহ সেনাবাহিনীর একটি বিগ্রেড পুরোপুরি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উল্লেখ্য, এক ব্রিগেডে প্রায় তিন হাজার সেনা থাকে।

২৮শে জুলাই ২০০৯ (মঙ্গলবার):

আগারগাঁওস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) হুফফাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ১৩ তম জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। প্রতিযোগিতায় ৩০ পার‍া কুরআনের হাফেয ক্যাটাগরিতে হাফেয সাইফুল ইসলাম প্রথম এবং এক থেকে দশ বছর বয়সীদের মধ্যে হাফেয মো: সোহাগ হোসেন প্রথম স্থান অধিকার করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শায়খুল হাদীস আজিজুল হক।

২৭শে জুলাই ২০০৯ (সোমবার):
প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের পরমাণবিক সাবমেরিন সংযোজনের ফলে এই অঞ্চলে অস্থিরতার সৃষ্টি হবে বলে মর্মে বিবৃতি দিয়েছে পাকিস্তানের নৌবাহিনী।

২৬শে জুলাই ২০০৯ (রবিবার):
বাংলাদেশের ভারতের প্রথম পরমাণু ক্ষমতাসম্পন্ন সাবমেরিন আইএনএস আরিহান্ট উদ্বোধন করেন সে দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

২৫শে জুলাই ২০০৯ (শনিবার):
বাংলাদেশের সমুদ্র অঞ্চলের বিরাট একটি অংশ দখলের ষড়যন্ত্র করছে ভারত - মর্মে অভিযোগ করে বাংলাদেশ সামুদ্রিক অঞ্চল ও সম্পদ রক্ষা জাতীয় কমিটি (জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে)।

২৪শে জুলাই ২০০৯ (শুক্রবার):
কিরগিজিস্তানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভ পুনঃনির্বাচিত। ২০০৫ সালে রাজপথে সহিংস বিক্ষোভের পথ ধরে বাকিয়েভ ক্ষমতায় এসেছিলেন। উল্লেখ্য, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দেশটিতে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়েরই সামরিক ঘাঁটি রয়েছে।

২৩শে জুলাই ২০০৯ (বৃহস্পতিবার):
বাংলাদেশে সফররত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত ঝাউ জেং এক সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তরকালে বলেন -
- গত ৫ই জুলাই চীনের পশ্চিমাঞ্চলীয় শিন ঝিয়ান প্রদেশের রাজধানী উরুমকী শহরে সংঘটিত ভয়াবহ দাঙ্গার
ব্যাপারে সে দেশের সরকারের অবস্থান ব্যাখ্যা করাই তার এই সফরের মূল উদ্দেশ্য।
- শিন ঝিয়ানে বর্তমানে স্বাভাবিক পরিস্থিতি বির‍াজ করছে।
- গত ৫ই জুলাই উরুমকী শহরে হান এবং মুসলিম উইঘুরদের মধ্যে এক ভয়াবহ দাঙ্গায় অন্তত ১৯৭ জন নিহত এবং ১ হাজার ৬০০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৪৬ জন মুসলিম। এই দাঙ্গায় ধ্বংস হয়েছে ৬৪৩টি পরিবার।
- এই ভয়াবহ দাঙ্গার পেছনে বাইরের বা বিদেশী শক্তির উস্কানি রয়েছে।
- সংঘাতের এই ঘটনাকে পূর্ব পরিকল্পিত ও সুসংগঠিত বলে মনে করছে চীন সরকার।

২২শে জুলাই ২০০৯ (বুধবার):
দক্ষিণ-পূর্ব এশীয় (আসিয়ানভুক্ত) দেশসমূহের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত। অঞ্চলটিতে চীনের ক্রমবর্ধিষ্ণু প্রভাবের পরিপ্রেক্ষিতে এই চুক্তি স্বাক্ষরিত হল।

২১শে জুলাই ২০০৯ (মঙ্গলবার):
আফগানিস্তানের পূর্বাঞ্চলের দুটি শহরে তালেবানের একটি আত্মঘাতী হামলাকারী গ্রুপ একটি সামরিক ঘাঁটি ও সরকারী ভবনসমূহ উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এতে ৪ ব্যক্তি নিহত হয়।

২০শে জুলাই ২০০৯ (সোমবার):
রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটে ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে ছাত্রশিবির কর্মীরা হল দখলের চেষ্টা করলে ছাত্রশিবির-ছাত্রলীগ তুমুল সংঘর্ষ। উভয়পক্ষে কমপক্ষে ২০ জন আহত।

১৯শে জুলাই ২০০৯ (রবিবার):
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস দখলকে কেন্দ্র ক’রে ছাত্রলীগ ও ছাত্রশিবির কর্মীদের গুলি বিনিময়।

১৮ই জুলাই ২০০৯ (শনিবার):
মৌরিতানিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত। রাজধানী নাউকচটে পুলিশ ও অজ্ঞাত বন্দুকধারীদের মধ্যে গুলি বিনিময়।

১৭ই জুলাই ২০০৯ (শুক্রবার):
জাকার্তায় ম্যারিয়ট ও রিজ হোটেলে প্রায় কাছাকাছি সময়ে পৃথক আত্মঘাতী বোম‍া হামলায় ১২ জন নিহত এবং অর্ধশতাধিক আহত।

১৬ই জুলাই ২০০৯ (বৃহস্পতিবার):
পরমাণু বোম‍া ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার শাস্তিস্বরূপ উত্তর কোরিয়ার ওপরে নতুন ক’রে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

১৫ই জুলাই ২০০৯ (বুধবার):
ইরানে কাস্পিয়ান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত; ১৬৮ জন আরোহীর সকলে নিহত

১৪ই জুলাই ২০০৯ (মঙ্গলবার):
ইরানে বিদ্রোহী সুন্নী মুসলিম গ্রুপের ১৪ সদস্যের প্রকাশ্যে ফাঁসি কার্যকর

১৩ই জুলাই ২০০৯ (সোমবার):
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি মাদ্রাসায় শক্তিশালী বোমা বিস্ফোরণে সাত শিশু সহ কমপক্ষে ১৫ জন নিহত এবং ৭০ জন আহত।

১২ই জুলাই ২০০৯ (রবিবার):
নতুন দিল্লীতে আংশিকভাবে নির্মিত একটি রেল সেতুর অংশবিশেষ আকস্মিকভাবে ধসে পড়ে ৫ জন নিহত এবং ১৫ জন আহত

১১ই জুলাই ২০০৯ (শনিবার):
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ক’রে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষ।

বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা।

১০ই জুলাই ২০০৯ (শুক্রবার):
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় মুসলিম প্রধান জিনজিয়াংয়ের রাজধানী উরুমকীতে সম্ভাব্য গোলযোগের আশংকায় এ দিন (শুক্রবার) সকল মসজিদে জুমুআর নামাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়, লোকজনকে নিজ নিজ ঘরে জুমুআর নামাজ আদায়ের পরামর্শ দেওয়‍া হয়। কিন্তু মুসল্লীরা সরকারী নির্দেশের বিরোধিতা ক’রে বলছে যে, ঘরে কখনও জুমুআর নামাজ আদায় করা যায় না, তাই তারা অবশ্যই মসজিদে যাবে।

সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা ক’রে উরুমকীতে মুসল্লীরা জুমুআর নামাজ আদায়ের জন্য মসজিদে ভীড় জমায়, কিন্তু পুলিশী বাধার মুখে নামাজ আদায় সম্ভব হয়নি। তবে রাজধানী উরুমকীর বাইরে কোন কোন মসজিদে জুমুআর নামাজ অনুষ্ঠিত হয়।

৯ই জুলাই ২০০৯ (বৃহস্পতিবার):
বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে ৩ জন বাংলাদেশী নিহত।

৮ই জুলাই ২০০৯ (বুধবার):
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে প্রশ্নোত্তর পর্বে বলেন, গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে একটি শ্রেণী বিরাট চক্রান্তের খেলা খেলছে।

৭ই জুলাই ২০০৯ (মঙ্গলবার):
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে চালকবিহীন মার্কিন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় ১৪ জন নিহত।

৬ই জুলাই ২০০৯ (সোমবার):
বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, টিপাইমুখ বাঁধ মূলত কোন ইস্যুই নয়, এ নিয়ে বিরোধী দল অহেতুক ইস্যু তৈরী করার চেষ্টা করছে।

৫ই জুলাই ২০০৯ (রবিবার):
টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে ঢাকায় অর্ধশতাধিক জনতা কর্তৃক ভারতীয় হাইকমিশন ঘেরাও। পুলিশী বাধার মুখে সংঘর্ষে ৬ জন পুলিশ সহ ১৫ জন আহত।

৪ঠা জুলাই ২০০৯ (শনিবার):
উত্তর কোরিয়া পরীক্ষামূলকভাবে ৬টি ব্যালেষ্টিক মিসাইল নিক্ষেপ করে।

৩রা জুলাই ২০০৯ (শুক্রবার):
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে চালকবিহীন মার্কিন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহত।

২রা জুলাই ২০০৯ (বৃহস্পতিবার):
আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে নতুন ক’রে ব্যাপক অভিযান শুরু করে মার্কিন বাহিনী।



১লা জুলাই ২০০৯ (বুধবার):
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মণি বলেন, কূটনীতিকদের বক্তব্য-বিবৃতিতে একটা সীমারেখা থাকে, কিন্তু ভারতের হাইকমিশনার তার সাম্প্রতিক বক্তব্যে কূটনৈতিক সেই সীমারেখা মানেননি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশের বিশেষজ্ঞদেরকে ‘তথাকথিত’ বলে মন্তব্য সহ আরও কিছু অপ্রাসঙ্গিক বক্তব্য কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কি না জানতে চাইলে ব্যক্তিগত মত হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

No comments:

Post a Comment