Saturday, 31 October 2009

এক নজরে সেপ্টেম্বর ২০০৯

৩০শে সেপ্টেম্বর ২০০৯ (বুধবার):
ন্দোনেশিয়ার সুমাত্রায় ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি। [পরের দিন (এক নজরে অক্টোবর ২০০৯ দেখুন) আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে]

২৯শে সেপ্টেম্বর ২০০৯ (মঙ্গলবার):
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়িতে বিডিআর ও নাসাকা’র মধ্যে পতাকা-বৈঠক অনুষ্ঠিত। ব্যাটালিয়ন পর্যায়ের এই বৈঠকে উভয় দেশের মধ্যে অনুপ্রবেশকারী নাগরিক, চোরাচালানি এবং সীমান্ত সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকে ঈদের ৪ দিন আগে নাসাকা’র হাতে আটক কাঠুরিয়‍া ফকির আহমদ (৪০) -কে ফেরত দেয়া হয়।

No comments:

Post a Comment