Monday, 2 November 2009

কাবুলে তালেবান হামলা অব্যাহত : গুলি বিনিময়ে ৯ জন নিহত

কাবুলে তালেবান হামলা অব্যাহত : গুলি বিনিময়ে ৯ জন নিহত
আফগানিস্তানের সরকারী নিরাপত্তা বাহিনীর সঙ্গে গত ২৮শে অক্টোবর ভোরে রাজধানী কাবুলের কেন্দ্র স্থলের একটি ভবনে ৩ জন তালেবান যোদ্ধার তুমুল গুলি বিনিময় হয়। এতে কমপক্ষে ৬ জন জাতিসংঘ কর্মকর্তা এবং আফগানিস্তানের সরকারী নিরাপত্তা বাহিনীর ৩ জন সদস্য নিহত হয়েছেন।

জাতিসংঘের মুখপাত্র আড্রিয়ান এডোয়ার্ডস জানান, জাতিসংঘের ২০ জন কর্মকর্তা ভবনটিতে বসবাস করতেন। তবে হামলার সময় সবাই সে ভবনে ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে জাতিসংঘের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, দুর্ঘটনার সময় সেখানে জাতিসংঘের প্রায় ১০ জন কর্মকর্তা ছিলেন।

No comments:

Post a Comment