৮ই নভেম্বর ২০০৯ (রবিবার):
পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের রাজধানী পেশোয়ারের উপকণ্ঠে আদাজাই শহরের মাতনি নামক একটি এলাকায় আত্মঘাতী বোমা হামলায় মেয়র আবদুল মালিক সহ কমপক্ষে ১২ জন নিহত এবং ১৫ জন আহত। নিহত আবদুল মালিক একদা তালিবান সমর্থক ছিলেন, পরে তিনি লক্ষ্য পরিবর্তন করেন এবং তালিবানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি মিলিশিয়া বাহিনী গঠন করেন।
৭ই নভেম্বর ২০০৯ (শনিবার):
বিশ্ব বাণিজ্য কেন্দ্রের ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত ষ্টীল ব্যবহার ক’রে প্রস্তুতকৃত ইউএসএস নিউইয়র্ক নামক একটি জাহাজের কমিশন প্রদান করা হয়। ১২০ কোটি ডলার ব্যয়ে লুসিয়ানায় নির্মিত ৬৮৪ ফুট দীর্ঘ এই উদ্ধারকারী জাহাজটি ৮০০ জন মেরিন সেনা এবং বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার বহনে সক্ষম। এ মাসের শুরুতে নিউইয়র্কে এটি প্রথম যাত্রা সম্পন্ন করে। উল্লেখ্য, ১১ই সেপ্টেম্বরের মর্মান্তিক ঘটনায় নিহতদের সম্মানে আর্লিংটন ও সামারসেট নামক আরও দুইটি জাহাজ নির্মিত হচ্ছে পেন্টাগনের ধ্বংসস্তূপ থেকে প্রাপ্ত উপাদান দিয়ে।
৬ই নভেম্বর ২০০৯ (শুক্রবার):
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের গুলিবর্ষণে বাংলাদেশী কিশোরী মঞ্জু আরা নিহত। এ দিন সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ভারত সীমান্তের সাহাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ১০৬৬ পিলারের কাছে আকস্মিক শতাধিক রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় ছাগল নিয়ে ফিরে আসার সময় ভন্দুরচর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে মঞ্জু আরা (১৩) বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়। বিএসএফের গুলিবর্ষণের জবাবে বিডিআরও পাল্টা গুলিবর্ষণ করে।
৫ই নভেম্বর ২০০৯ (বৃহস্পতিবার):
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে মনস্তত্ত্ববিদ মেজর নিদাল মালিক হাসান (৩৯)-এর এলোপাতাড়ি গুলিবর্ষণে ১৩ সৈন্য নিহত এবং ৩১ জন আহত। অন্য সৈন্যদের গুলিতে ঘাতকও গুরুতর আহত হয়। ইচ্ছার বিরু্দ্ধে আফগানিস্তানে বদলীর নির্দেশ পাওয়া এই সেনা কর্মকর্তা মুসলিম হওয়ার মুসলিম জনসাধারণের মাঝে আতংক দেখা দেয়।
৫ই নভেম্বর ২০০৯ (বৃহস্পতিবার):
ইতালীর আদালত মিলানের রাস্তা থেকে এক মুসলিম ধর্মীয় নেতাকে গ্রেফতারের ঘটনায় ২৩ মার্কিন গোয়েন্দাকে কারাদণ্ড প্রদান করে। ২০০৩ সালের ঐ ঘটনায় আবূ ওমরকে গ্রেফতারের পর সিআইএ তাকে মিসরে পাঠিয়ে দেয়। সেখানে গোয়েন্দারা তার উপর নির্মম অত্যাচার চালায় বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। কারাদণ্ডপ্রাপ্ত ২৩ জনের মধ্যে সিআইএ’র মিলান শাখার প্রধান রবার্ট লেডিকে ৮ বছর এবং অপর ২২ জনকে ৫ বছর ক’রে কারাদণ্ড দেওয়া হয়েছে।
৪ঠা নভেম্বর ২০০৯ (বুধবার):
পানিসম্পদ মন্ত্রী রমেশচন্দ্র সেন বলেন, ব্রহ্মপুত্র নদের উপর চীন সরকার বাঁধ নির্মাণের পরিকল্পনা করলেও বাংলাদেশের স্বার্থরক্ষায় সরকার প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণ করবে। ব্রহ্মপুত্র নদের উৎসস্থলে চীনে নির্মিয়মান বাঁধ সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতীয় সংসদে অধিবেশন চলাকালে এই তথ্য জানান তিনি।
৩রা নভেম্বর ২০০৯ (মঙ্গলবার):
লালমণিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী কৃষক আহত। গুলিবিদ্ধ অবস্থায় কৃষক তালেবকে বিএসএফের সদস্যরা ধরে নিয়ে যায়। তাকে ফেরত দিতে বিএসএফের কাছে বিডিআর পত্র প্রেরণ করে।
২রা নভেম্বর ২০০৯ (সোমবার):
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে শক্তিশালী এক বোমা বিস্ফোরণে ৩৪ জন নিহত, আহত ১২ জনের ঊর্ধ্বে।পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের রাজধানী পেশোয়ারের উপকণ্ঠে আদাজাই শহরের মাতনি নামক একটি এলাকায় আত্মঘাতী বোমা হামলায় মেয়র আবদুল মালিক সহ কমপক্ষে ১২ জন নিহত এবং ১৫ জন আহত। নিহত আবদুল মালিক একদা তালিবান সমর্থক ছিলেন, পরে তিনি লক্ষ্য পরিবর্তন করেন এবং তালিবানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি মিলিশিয়া বাহিনী গঠন করেন।
৭ই নভেম্বর ২০০৯ (শনিবার):
বিশ্ব বাণিজ্য কেন্দ্রের ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত ষ্টীল ব্যবহার ক’রে প্রস্তুতকৃত ইউএসএস নিউইয়র্ক নামক একটি জাহাজের কমিশন প্রদান করা হয়। ১২০ কোটি ডলার ব্যয়ে লুসিয়ানায় নির্মিত ৬৮৪ ফুট দীর্ঘ এই উদ্ধারকারী জাহাজটি ৮০০ জন মেরিন সেনা এবং বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার বহনে সক্ষম। এ মাসের শুরুতে নিউইয়র্কে এটি প্রথম যাত্রা সম্পন্ন করে। উল্লেখ্য, ১১ই সেপ্টেম্বরের মর্মান্তিক ঘটনায় নিহতদের সম্মানে আর্লিংটন ও সামারসেট নামক আরও দুইটি জাহাজ নির্মিত হচ্ছে পেন্টাগনের ধ্বংসস্তূপ থেকে প্রাপ্ত উপাদান দিয়ে।
৬ই নভেম্বর ২০০৯ (শুক্রবার):
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের গুলিবর্ষণে বাংলাদেশী কিশোরী মঞ্জু আরা নিহত। এ দিন সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ভারত সীমান্তের সাহাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ১০৬৬ পিলারের কাছে আকস্মিক শতাধিক রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় ছাগল নিয়ে ফিরে আসার সময় ভন্দুরচর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে মঞ্জু আরা (১৩) বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়। বিএসএফের গুলিবর্ষণের জবাবে বিডিআরও পাল্টা গুলিবর্ষণ করে।
৫ই নভেম্বর ২০০৯ (বৃহস্পতিবার):
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে মনস্তত্ত্ববিদ মেজর নিদাল মালিক হাসান (৩৯)-এর এলোপাতাড়ি গুলিবর্ষণে ১৩ সৈন্য নিহত এবং ৩১ জন আহত। অন্য সৈন্যদের গুলিতে ঘাতকও গুরুতর আহত হয়। ইচ্ছার বিরু্দ্ধে আফগানিস্তানে বদলীর নির্দেশ পাওয়া এই সেনা কর্মকর্তা মুসলিম হওয়ার মুসলিম জনসাধারণের মাঝে আতংক দেখা দেয়।
৫ই নভেম্বর ২০০৯ (বৃহস্পতিবার):
ইতালীর আদালত মিলানের রাস্তা থেকে এক মুসলিম ধর্মীয় নেতাকে গ্রেফতারের ঘটনায় ২৩ মার্কিন গোয়েন্দাকে কারাদণ্ড প্রদান করে। ২০০৩ সালের ঐ ঘটনায় আবূ ওমরকে গ্রেফতারের পর সিআইএ তাকে মিসরে পাঠিয়ে দেয়। সেখানে গোয়েন্দারা তার উপর নির্মম অত্যাচার চালায় বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। কারাদণ্ডপ্রাপ্ত ২৩ জনের মধ্যে সিআইএ’র মিলান শাখার প্রধান রবার্ট লেডিকে ৮ বছর এবং অপর ২২ জনকে ৫ বছর ক’রে কারাদণ্ড দেওয়া হয়েছে।
৪ঠা নভেম্বর ২০০৯ (বুধবার):
পানিসম্পদ মন্ত্রী রমেশচন্দ্র সেন বলেন, ব্রহ্মপুত্র নদের উপর চীন সরকার বাঁধ নির্মাণের পরিকল্পনা করলেও বাংলাদেশের স্বার্থরক্ষায় সরকার প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণ করবে। ব্রহ্মপুত্র নদের উৎসস্থলে চীনে নির্মিয়মান বাঁধ সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতীয় সংসদে অধিবেশন চলাকালে এই তথ্য জানান তিনি।
৩রা নভেম্বর ২০০৯ (মঙ্গলবার):
লালমণিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী কৃষক আহত। গুলিবিদ্ধ অবস্থায় কৃষক তালেবকে বিএসএফের সদস্যরা ধরে নিয়ে যায়। তাকে ফেরত দিতে বিএসএফের কাছে বিডিআর পত্র প্রেরণ করে।
২রা নভেম্বর ২০০৯ (সোমবার):
১লা নভেম্বর ২০০৯ (রবিবার):
আধিপত্য বিস্তারকে কেন্দ্র ক’রে রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্রলীগ-ছাত্রমৈত্রী সংঘর্ষে আহত ৭। একাডেমিক ভবনের দরজা-জানালা ভাংচুর।
No comments:
Post a Comment