Monday, 2 November 2009

এক নজরে নভেম্বর ২০০৯

৮ই নভেম্বর ২০০৯ (রবিবার):
পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের রাজধানী পেশোয়ারের উপকণ্ঠে আদাজাই শহরের মাতনি নামক একটি এলাকায় আত্মঘাতী বোমা হামলায় মেয়র আবদুল মালিক সহ কমপক্ষে ১২ জন নিহত এবং ১৫ জন আহত। নিহত আবদুল মালিক একদা তালিবান সমর্থক ছিলেন, পরে তিনি লক্ষ্য পরিবর্তন করেন এবং তালিবানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি মিলিশিয়া বাহিনী গঠন করেন।

৭ই নভেম্বর ২০০৯ (শনিবার):

বিশ্ব বাণিজ্য কেন্দ্রের ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত ষ্টীল ব্যবহার ক’রে প্রস্তুতকৃত ইউএসএস নিউইয়র্ক নামক একটি জাহাজের কমিশন প্রদান করা হয়। ১২০ কোটি ডলার ব্যয়ে লুসিয়ানায় নির্মিত ৬৮৪ ফুট দীর্ঘ এই উদ্ধারকারী জাহাজটি ৮০০ জন মেরিন সেনা এবং বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার বহনে সক্ষম। এ মাসের শুরুতে নিউইয়র্কে এটি প্রথম যাত্রা সম্পন্ন করে। উল্লেখ্য, ১১ই সেপ্টেম্বরের মর্মান্তিক ঘটনায় নিহতদের সম্মানে আর্লিংটন ও সামারসেট নামক আরও দুইটি জাহাজ নির্মিত হচ্ছে পেন্টাগনের ধ্বংসস্তূপ থেকে প্রাপ্ত উপাদান ‍দিয়ে।

৬ই নভেম্বর ২০০৯ (শুক্রবার):

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের গুলিবর্ষণে বাংলাদেশী কিশোরী মঞ্জু আরা নিহত। এ দিন সন্ধ্যা সোয়‍া ছয়টার দিকে ভারত সীমান্তের সাহাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ১০৬৬ পিলারের কাছে আকস্মিক শতাধিক রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় ছাগল নিয়ে ফিরে আসার সময় ভন্দুরচর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে মঞ্জু আরা (১৩) বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়। বিএসএফের গুলিবর্ষণের জবাবে বিডিআরও পাল্টা গুলিবর্ষণ করে।

৫ই নভেম্বর ২০০৯ (বৃহস্পতিবার):

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে মনস্তত্ত্ববিদ মেজর নিদাল মালিক হাসান (৩৯)-এর এলোপাতাড়ি গুলিবর্ষণে ১৩ সৈন্য নিহত এবং ৩১ জন আহত। অন্য সৈন্যদের গুলিতে ঘাতকও গুরুতর আহত হয়। ইচ্ছার বিরু্দ্ধে আফগানিস্তানে বদলীর নির্দেশ পাওয়া এই সেনা কর্মকর্তা মুসলিম হওয়ার মুসলিম জনসাধারণের মাঝে আতংক দেখা দেয়।

৫ই নভেম্বর ২০০৯ (বৃহস্পতিবার):

ইতালীর আদালত মিলানের রাস্তা থেকে এক মুসলিম ধর্মীয় নেতাকে গ্রেফতারের ঘটনায় ২৩ মার্কিন গোয়েন্দাকে কারাদণ্ড প্রদান করে। ২০০৩ সালের ঐ ঘটনায় আবূ ওমরকে গ্রেফতারের পর সিআইএ তাকে মিসরে পাঠিয়ে দেয়। সেখানে গোয়েন্দারা তার উপর নির্মম অত্যাচার চালায় বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। কারাদণ্ডপ্রাপ্ত ২৩ জনের মধ্যে সিআইএ’র মিলান শাখার প্রধান রবার্ট লেডিকে ৮ বছর এবং অপর ২২ জনকে ৫ বছর ক’রে কারাদণ্ড দেওয়‍া হয়েছে।

৪ঠা নভেম্বর ২০০৯ (বুধবার):

পানিসম্পদ মন্ত্রী রমেশচন্দ্র সেন বলেন, ব্রহ্মপুত্র নদের উপর চীন সরকার বাঁধ নির্মাণের পরিকল্পনা করলেও বাংলাদেশের স্বার্থরক্ষায় সরকার প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণ করবে। ব্রহ্মপুত্র নদের উৎসস্থলে চীনে নির্মিয়মান বাঁধ সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতীয় সংসদে অধিবেশন চলাকালে এই তথ্য জানান তিনি।

৩রা নভেম্বর ২০০৯ (মঙ্গলবার):

লালমণিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী কৃষক আহত। গুলিবিদ্ধ অবস্থায় কৃষক তালেবকে বিএসএফের সদস্যরা ধরে নিয়ে যায়। তাকে ফেরত দিতে বিএসএফের কাছে বিডিআর পত্র প্রেরণ করে।

২রা নভেম্বর ২০০৯ (সোমবার):
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে শক্তিশালী এক বোমা বিস্ফোরণে ৩৪ জন নিহত, আহত ১২ জনের ঊর্ধ্বে

১লা নভেম্বর ২০০৯ (রবিবার):
আধিপত্য বিস্তারকে কেন্দ্র ক’রে রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্রলীগ-ছাত্রমৈত্রী সংঘর্ষে আহত ৭। একাডেমিক ভবনের ‍দরজা-জানালা ভাংচুর।

কাবুলে তালেবান হামলা অব্যাহত : গুলি বিনিময়ে ৯ জন নিহত

কাবুলে তালেবান হামলা অব্যাহত : গুলি বিনিময়ে ৯ জন নিহত
আফগানিস্তানের সরকারী নিরাপত্তা বাহিনীর সঙ্গে গত ২৮শে অক্টোবর ভোরে রাজধানী কাবুলের কেন্দ্র স্থলের একটি ভবনে ৩ জন তালেবান যোদ্ধার তুমুল গুলি বিনিময় হয়। এতে কমপক্ষে ৬ জন জাতিসংঘ কর্মকর্তা এবং আফগানিস্তানের সরকারী নিরাপত্তা বাহিনীর ৩ জন সদস্য নিহত হয়েছেন।

জাতিসংঘের মুখপাত্র আড্রিয়ান এডোয়ার্ডস জানান, জাতিসংঘের ২০ জন কর্মকর্তা ভবনটিতে বসবাস করতেন। তবে হামলার সময় সবাই সে ভবনে ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে জাতিসংঘের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, দুর্ঘটনার সময় সেখানে জাতিসংঘের প্রায় ১০ জন কর্মকর্তা ছিলেন।

Saturday, 31 October 2009

এক নজরে অক্টোবর ২০০৯

৩১শে অক্টোবর ২০০৯ (শুক্রবার):
আফগানিস্তানে বোমা বিস্ফোরণে জনৈক কানাডীয় সৈন্য নিহত। এই নিয়ে দেশটিতে ১৩৩ জন কানাডীয় সৈন্য নিহত হল। বর্তমানে আফগানিস্তানে কানাডার দুই হাজার আট শত সেনা মোতায়েন রয়েছে।

১লা অক্টোবর ২০০৯ (বৃহস্পতিবার):
ইন্দোনেশিয়ার সুমাত্রায় বুধবারের শক্তিশালী ভূমিকম্পের পর এ দিন ৬ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি। পরপর দুটি ভূমিকম্পে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে হাজার মানুষের মৃত্যুর আশংকা করা হচ্ছে। বুধবারের ভূমিকম্পে নিহতের সংখ্যা ব‍ৃদ্ধি পেয়ে সর্বশেষ ৫২৯ -এ দাঁড়িয়েছে।

আমরা সেই সে জাতি

আমরা সেই সে জাতি
কাজী নজরুল ইসলাম

ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি,

সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি।।

পাপ-বিদগ্ধ তৃষিত ধরার লাগিয়া আনিল যারা -
মরুর তপ্ত বক্ষ নিঙাড়ি’ শীতল শান্তিধারা,
উচ্চ-নীচের ভেদ ভাঙি’ দিল সবারে বক্ষ পাতি’।
আমরা সেই সে জাতি।।

শুধু মুসলমানের লাগিয়া আসেনি কো ইসলাম,
সত্যে যে চায়, আল্লা’য় মানে মুসলিম তারই নাম,
আমীর-ফকীরে ভেদ নাই, সবে ভাই, সব এক সাথী।
আমরা সেই সে জাতি।।

নারীরে প্রথম দিয়াছি মুক্তি, নর-সম অধিকার,
মানুষের গড়া প্রাচীর ভাঙিয়া করিয়াছি একাকার,
আঁধার রাতের বোরকা উতারি’ এনেছি আশার ভাতি।
আমরা সেই সে জাতি।।

এক নজরে সেপ্টেম্বর ২০০৯

৩০শে সেপ্টেম্বর ২০০৯ (বুধবার):
ন্দোনেশিয়ার সুমাত্রায় ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি। [পরের দিন (এক নজরে অক্টোবর ২০০৯ দেখুন) আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে]

২৯শে সেপ্টেম্বর ২০০৯ (মঙ্গলবার):
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়িতে বিডিআর ও নাসাকা’র মধ্যে পতাকা-বৈঠক অনুষ্ঠিত। ব্যাটালিয়ন পর্যায়ের এই বৈঠকে উভয় দেশের মধ্যে অনুপ্রবেশকারী নাগরিক, চোরাচালানি এবং সীমান্ত সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকে ঈদের ৪ দিন আগে নাসাকা’র হাতে আটক কাঠুরিয়‍া ফকির আহমদ (৪০) -কে ফেরত দেয়া হয়।

How to be successful in life (writer - Sheikh Muhammed Salih Al-Munajjid)

How to be successful in life

Question:

How to obtain success and prosperity in this world and hereafter? What kind of success or prosperity that Islam wants the Ummah Islam gain in this world?

Answer:

Praise be to Allah.

Peace of mind, contentment, happiness and freedom from worries and anxiety… these are what everyone wants, and these are the ways in which people can have a good life and find complete happiness and joy. There are religious means of achieving that, and natural and practical means, but no one can combine all of them except the believers; although other people may achieve some of them, they will miss out on others.

There follows a summary of the means of achieving this aim for which everyone is striving. In some cases, those who achieve many of them will live a joyful life and a good life; in other cases, those who fail to achieve all of them will live a life of misery and hardship. And there are others which are in between, according to what the means he is able to attain. These means include the following:

1 – Faith and righteous deeds:

This is the greatest and most fundamental of means. Allah says (interpretation of the meaning):

“Whoever works righteousness — whether male or female — while he (or she) is a true believer (of Islamic Monotheism) verily, to him We will give a good life (in this world with respect, contentment and lawful provision), and We shall pay them certainly a reward in proportion to the best of what they used to do (i.e. Paradise in the Hereafter)” (Quran, 16:97)

Allah tells us and promises us that whoever combines faith with righteous deeds will have a good life and a good reward in this world and in the Hereafter.

The reason for that is clear: those who believe in Allah – with sincere faith that motivates them to do righteous deeds that change hearts and attitudes and guides them to the straight path in this world and the Hereafter – follow principles and guidelines by means of which they deal with everything that happens to them, be it the causes of happiness and excitement or the causes of anxiety, worry and grief.

They deal with the things that they like by accepting them and giving thanks for them, and using them in good ways. When they deal with them in this manner, that creates in them a sense of excitement and the hope that it will continue and that they will be rewarded for their gratitude, which is more important than the good things that happen to them. And they deal with bad things, worries and distress by resisting those that they can resist, alleviating those that they can alleviate, and bearing with goodly patience those that they cannot avoid. Thus as a result of the bad things they gain a lot of benefits, experience, strength, patience and hope of reward, which are more important and which diminish the hardships they have undergone and replace them with happiness and hope for the bounty and reward of Allah. The Prophet (peace and blessings of Allah be upon him) expressed this in a saheeh hadeeth in which he said: “How wonderful is the situation of the believer, for all his affairs are good. If something good happens to him, he gives thanks for it and that is good for him; if something bad happens to him, he bears it with patience, and that is good for him. This does not apply to anyone but the believer.” (Narrated by Muslim, no. 2999).

The Prophet (peace and blessings of Allah be upon him) told us that the believer is always gaining and the reward for his deeds is always multiplying, no matter what happens to him, good or bad.

2 – Being kind to people in word and deed, and all kinds of doing good.

This is one of the means of removing worry, distress and anxiety. By this means Allah wards off worries and distress from righteous and immoral like, but the believer has the greater share of that, and is distinguished by the fact that his kindness to others stems from sincerity and the hope of reward, so Allah makes it easy for him to be kind to others because of the hope that this will bring good things and ward off bad things, by means of his sincerity and hope of reward. Allah says (interpretation of the meaning):

“There is no good in most of their secret talks save (in) him who orders Sadaqah (charity in Allah's Cause), or Ma‘roof (Islamic Monotheism and all the good and righteous deeds which Allah has ordained), or conciliation between mankind; and he who does this, seeking the good Pleasure of Allah, We shall give him a great reward” (Quran, 4:114)

Part of that great reward is relief from worry, distress, troubles, etc.

3 – Another of the means of warding off anxiety that stems from nervous tension and being preoccupied with disturbing thoughts is to occupy oneself with good deeds or seeking beneficial knowledge, for that will distract one from dwelling on the matters that are causing anxiety. In this way a person may forget about the things that are making him worried and distressed, and he may become happy and more energetic. This is another means that believers and others have in common, but the believer is distinguished by his faith, sincerity and hope of reward when he occupies himself with that knowledge which he is learning or teaching, or with the good deeds that he is doing.

The work with which he occupies himself should be something that he likes and enjoys, for that is more likely to produce the desired results. And Allah knows best.

4 – Another thing that may ward off worry and anxiety is focusing all one’s thoughts of the present day, and not worrying about the future or grieving about the past. Hence the Prophet (peace and blessings of Allah be upon him) sought refuge with Allah from worry and regret, from regret for things in the past which one cannot put right or change, and worry which may come because of fear for the future. So one should focus only on the present day, and focus one's efforts on getting things right today. For if a person is focused on that, this means that he will do things properly and forget about worry and regret.

When the Prophet (peace and blessings of Allah be upon him) said a du’aa’ or taught a du’aa’ to his Ummah, as well as urging them to seek the help of Allah and hope for His bounty, he was also urging them to strive to attain the thing they were praying for through their own efforts and to forget about the thing which they were praying would be warded off from them. Because du’aa’ (supplication) must be accompanied by action. So a person must strive to attain that which will benefit him in worldly and spiritual terms, and ask his Lord to make his efforts successful, and he should seek His help in that, as the Prophet (peace and blessings of Allah be upon him) said:

“Strive for that which will benefit you and seek the help of Allah, and do not be helpless. If anything (bad) happens to you, do not say, ‘If only I had done such-and-such, then such-and-such would have happened.’ Rather you should say, ‘Qaddara Allah wa ma sha’a fa’ala (Allah decrees, and what He wills He does),’ for (the words) ‘If only’ open the door to the Shaytaan.” (Narrated by Muslim).

The Prophet (peace and blessings of Allah be upon him) connected the matter of striving to achieve good things with the matter of seeking the help of Allah and not giving in to feelings of helplessness which are a harmful kind of laziness, and with the matter of accepting things in the past which are over and done with, and acknowledging that the will and decree of Allah will inevitably come to pass. He described matters as being of two types:

1 – Matters which a person may strive to achieve or to achieve whatever he can of them, or to ward them off or alleviate them. In such cases a person must strive and make the effort, and also seek the help of Allah.

2 – Matters where such is not possible, so he must have peace of mind, accept them and submit to Allah's will.

Undoubtedly paying attention to this principle will bring happiness and relieve worry and distress.

5 – One of the greatest means of feeling content and relaxed and of acquiring peace of mind is to remember Allah a great deal (dhikr). That has a great effect in bringing contentment and peace of mind, and relieving worry and distress. Allah says:

“Verily, in the remembrance of Allah do hearts find rest” (Quran, 13:28)

Remembering Allah (dhikr) has a great effect in achieving this aim because it has a special influence and because of the hope that it brings of reward.

6 – Another of the means of bringing happiness and relieving worry and distress is striving to eliminate the things that cause worry and to achieve the things that bring happiness. That may be done by forgetting about bad things in the past which cannot be changed, and realizing that dwelling on them is a waste of time. So a person must strive to stop himself from thinking of that, and also strive to stop himself from feeling anxious about the future and the things that he may imagine of poverty, fear and other bad things that he thinks may happen to him in the future. He should realize that the future is something unknown, he cannot know what good or bad things are going to happen to him. That is in the hand of the Almighty, the Most Wise, and all that His slaves can do is to strive to attain the good things and to ward off the bad things. A person should realize that if he diverts his thoughts from worrying about his future and puts his trust in his Lord to take care of his situation, and puts his mind at rest concerning that, if he does that, then his heart will be at peace and his situation will improve and he will be relieved of worry and anxiety.

One of the most effective ways of dealing with worries about the future is to recite this du’aa’ which the Prophet (peace and blessings of Allah be upon him) used to recite:

Allaahumma aslih li deeni alladhi huwa ‘ismatu amri, wa aslih li dunyaaya allati fiha ma’aashi, wa aslih li aakhirati allati ilayha ma’aadi, waj’al al-hayaata ziyaadatan li fi kulli khayr, wa’l-mawta raahatan li min kulli sharr (O Allah, correct my religious commitment which is the foundation of my life, and correct my worldly affairs in which is my livelihood, and grant me good in the Hereafter to which is my return. Make my life a means of accumulating good, and make death a respite for me from all evil).” (Narrated by Muslim, 2720)

And he said, Allaahumma rahmataka arju fa la takilni ila nafsi tarfata ‘aynin wa aslih li sha’ni kullahu, laa ilaaha illa anta (O Allah, for Your mercy I hope, so do not abandon me to myself even for a moment. And correct all my affairs. There is no god but You).” (Narrated by Abu Dawood with a saheeh isnaad, no. 5090; classed as hasan by al-Albaani in Saheeh al-Kalim al-Tayyib, p. 49)

If a person utters these du’aa’s, which ask that his spiritual and worldly affairs may be set right or corrected, with proper presence of mind and sincerity of intention, whilst striving to achieve that, Allah will grant him what he has prayed for, hoped for and striven for, and He will turn his worry into joy and happiness.

7 – If a person experiences anxiety and distress because of a disaster, then one of the most effective means of relieving himself of that is to think of the worst scenario to which that may lead, and try to accept that. When he has done that, then he should try to alleviate it as much as possible. By means of this acceptance and these efforts, he will relieve himself of his worries and distress, and instead of worrying he will strive to bring about good things and to deal with whatever he can of the bad things. If he is faced with things that cause fear or the possibility of sickness or poverty, then he should deal with that by striving to make himself accept that, or something even worse, with contentment, because by making himself accept the worst-case scenario, he lessens the impact of the thing and makes it seem less terrible, especially if he occupies himself with efforts to ward it off as much as he can. Thus as well as striving to achieve something good which will distract him from his worries about calamity, he will also renew his strength to resist bad things, and put his trust and reliance in Allah. Undoubtedly these matters are of great benefit in attaining happiness and peace of mind, as well as bringing the hope of reward in this world and in the Hereafter. This is something which is well known from the experience of many who have tried it.

8 – Steadfastness of heart and not being disturbed about the imaginary things that bad thoughts may bring to mind. For when a person gives in to his imagination and lets his mind be disturbed by these thoughts, such as fear of disease and the like, or anger and confusion stirred up by some grievous matter, or the expectation of bad things and the loss of good things, that will fill him with worries, distress, mental and physical illness and nervous breakdowns, which will have a bad effect on him and which causes a great deal of harm, as many people have seen. But when a person depends on Allah and puts his trust in Him, and does not give in to his imagination or let bad thoughts overwhelm him, and he relies on Allah and has hope of His bounty, that wards off his worries and distress, and relieves him of a great deal of mental and physical sickness. It gives indescribable strength, comfort and happiness to the heart. How many hospitals are filled with the mentally sick victims of illusions and harmful imagination; how often have these things had an effect upon the hearts of many strong people, let alone the weak ones; how often have they led to foolishness and insanity.

It should be noted that your life will follow your train of thought. If your thoughts are of things that will bring you benefit in your spiritual or worldly affairs, then your life will be good and happy. Otherwise it will be the opposite.

The person who is safe from all of that is the one who is protected by Allah and helped by Him to strive to achieve that which will benefit and strengthen the heart and ward off anxiety. Allah says (interpretation of the meaning):

And whosoever puts his trust in Allah, then He will suffice him” (Quran, 65:3)

i.e., He will be sufficient for all that is worrying him in his spiritual and worldly affairs. The one who puts his trust in Allah will have strength in his heart and will not be affected by anything he imagines or be disturbed by events, because he knows that these are the result of vulnerable human nature and of weakness and fear that have no basis. He also knows that Allah has guaranteed complete sufficiency to those who put their trust in Him. So he trusts in Allah and finds peace of mind in His promise, and thus his worry and anxiety are dispelled; hardship is turned to ease, sadness is turned to joy, fear is turned to peace. We ask Allah to keep us safe and sound, and to bless us with strength and steadfastness of heart, and complete trust, for Allah has guaranteed all good things to those who put their trust in Him, and has guaranteed to ward off all bad and harmful things from them.

If bad things happen or there is the fear of such, then you should count the many blessings that you are still enjoying, both spiritual and worldly, and compare them with the bad things that have happened, for when you compare them you will see the many blessings that you are enjoying, and this will make the bad things appear less serious.

See al-Wasaa’il al-Mufeedah li’l-Hayaat al-Sa’eedah by Shatkh ‘Abd al-Rahmaan ibn Sa’di

Ibn al-Qayyim summed fifteen ways through which Allah may dispel worries and regret. These are as follows:

1- Tawheed al-Ruboobiyyah (belief in the Oneness of Divine Lordship)

2- Tawheed al-Uloohiyyah (belief in the Oneness of the Divine nature)

3- Tawheed of knowledge and belief (i.e., Tawheed al-Asma’ wa’l_Sifaat, belief in the Oneness of the Divine names and attributes)

4- Thinking of Allah as being above doing any injustice to His slaves, and above punishing anyone for no cause on the part of the slave that would require such punishment.

5- The person’s acknowledging that he is the one who has done wrong.

6- Beseeching Allah by means of the things that are most beloved to Him, which are His names and attributes. Two of His names that encompass the meanings of all other names and attributes are al-Hayy (the Ever-Living) and al-Qayyoom (the Eternal).

7- Seeking the help of Allah Alone.

8- Affirming one's hope in Him.

9- Truly putting one’s trust in Him and leaving matters to Him, acknowledging that one's forelock is in His hand and that He does as He wills, that His will is forever executed and that He is just in all that He decrees.

10- Letting one's heart wander in the garden of the Qur’aan, seeking consolation in it from every calamity, seeking healing in it from all diseases of the heart, so that it will bring comfort to his grief and healing for his worries and distress.

11- Seeking forgiveness.

12- Repentance.

13- Jihad.

14- Salah (prayer).

15- Declaring that he has no power and no strength, and leaving matters to the One in Whose hand they are.

We ask Allah to keep us safe and sound from worries and to relieve us of distress and anxiety, for He is the All-Hearing, Ever-Responsive, and He is the Ever-Living, Eternal.

See Alhomoom – Dealing with Worries and Stress, in the Books section of this site.

And Allah knows best. May Allah send blessings and peace upon our Prophet Muhammad and his family and companions.

Sheikh Muhammed Salih Al-Munajjid


Monday, 31 August 2009

এক নজরে আগষ্ট ২০০৯

২৬শে আগষ্ট ২০০৯ (বুধবার):


২৫শে আগষ্ট ২০০৯ (মঙ্গলবার):

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নগরী কান্দাহারে ট্রাক বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪০ জন নিহত এবং ৬৫ জন আহত।

২৪শে আগষ্ট ২০০৯ (সোমবার):

আন্দামান দ্বীপপুঞ্জের সমুদ্র উপকূল থেকে উদ্ধার হওয়া ১৭৫ জন বাংলাদেশী দেশে ফিরে আসেন। এ দিন সকালে যশোরের বেনাপোলে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্মকর্তারা বিডিআর কর্মকর্তাদের নিকট তাদেরকে হস্তান্তর করেন।

২৩শে আগষ্ট ২০০৯ (রবিবার):

যানজট নিরসন এবং অবৈধ গাড়ী চলাচল বন্ধে ‘অপারেশন ক্লিন স্ট্রীট’ শুরু। রাজধানী ঢাকাকে ৮টি অঞ্চলে ভাগ ক’রে ভ্রাম্যমান আদালত কাজ শুরু করে।

২২শে আগষ্ট ২০০৯ (শনিবার):

দিনাজপুর সীমান্তে বিডিআর ও বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক। বৈঠকে শুভেচ্ছা বিনিময় ও উভয় সীমান্ত সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

২১শে আগষ্ট ২০০৯ (শুক্রবার):

আফগান সীমান্তবর্তী পাকিস্তানের ওয়াজিরিস্তানে দুটি মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১২ জন নিহত। নিহতদের মধ্যে ৮ জন নারী ও শিশু। এটি ছিল সিআইএ পরিচালিত চালকবিহীন ড্রোন বিমান হামলা।

২০শে আগষ্ট ২০০৯ (বৃহস্পতিবার):

‌আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন । আত্মঘাতী বোমা হামলা, বোমা বিস্ফোরণ ও রকেট হামলার কারণে কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ক’রে দেওয়া হয়। কাবুলে পুলিশের সাথে তালিবান যোদ্ধাদের ঘণ্টাব্যাপী বন্দুক যুদ্ধও হয়েছে। নিহত হয়েছে ২ আত্মঘাতী বোমা হামলাকারী। দেশটির দক্ষিণাঞ্চলে পৃথক হামলায় নিহত হয় ৩ মার্কিন সৈন্য।

১৯শে আগষ্ট ২০০৯ (বুধবার):

‘বাংলাদেশ রাইফেলস’ (বিডিআর) নাম পরিবর্তন ক’রে ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ রাখার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব উপস্থাপন করেন বিডিআরের মহাপরিচালক মে. জে. মইনুল ইসলাম।

১৮ই আগষ্ট ২০০৯ (মঙ্গলবার):

হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সফররত মিশরীয় প্রেসিডেন্ট হোসনী মোবারকের বৈঠক অনুষ্ঠিত। ইসরাঈল-ফিলিস্তীন সমস্যা সমাধান ক’রে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে উভয়ে ঐকমত্য প্রকাশ করেন।

১৭ই আগষ্ট ২০০৯ (সোমবার):

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৯ মাইল এলাকা থেকে ৫ ভারতীয় নাগরিক আটক। গোপন সংবাদের ভিত্তিতে সেনা ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

১৬ই আগষ্ট ২০০৯ (রবিবার):
তিন পার্বত্য জেলা থেকে সেনা প্রত্যাহার হাইকোর্টের আদেশে স্থগিত।

১৫ই আগষ্ট ২০০৯ (শনিবার):

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৪ তম শাহাদাতবার্ষিকী (জাতীয় শোক দিবস) বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত।
বঙ্গবন্ধু
১৪ই আগষ্ট ২০০৯ (শুক্রবার):
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ১৫ আগষ্ট জন্মদিন পালন না করতে উকিল নোটিস প্রেরণ। ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহাজাদা মহিউদ্দিন তার আইনজীবী অ্যাডভোকেট কেএম নজিবুল্লাহর মাধ্যমে এই নোটিস পাঠান।

১৩ই আগষ্ট ২০০৯ (বৃহস্পতিবার):

রাশিয়ার গোলযোগপূর্ণ দাগেস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ১১ জন (৪ পুলিশ কর্মকর্তা সহ) নিহত।

১২ই আগষ্ট ২০০৯ (বুধবার):

সিলেটের জকিগঞ্জ সীমান্তে বিডিআর ও বিএসএফের ব্যাটেলিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব প্রদানকারী লেফটেন্যান্ট কর্ণেল সালাহ উদ্দিন বৈঠক শেষে জানান - বাংলাদেশের পক্ষ থেকে ৩টি দাবী উত্থাপন করা হয়, এর মধ্যে একটি দাবী বিএসএফ মেনে নিয়েছে এবং অন্যগুলো তারা বিএসএফ প্রধানের সাথে আলোচনা ক’রে জানাবেন। তিনি আরও জানান, বিএফএফ সীমান্তের দেড় কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণের অনুমতি চেয়েছে। আমরা বলেছি, ঢাকায় আলোচনার পর এ ব্যাপারে জানাবো।

১১ই আগষ্ট ২০০৯ (মঙ্গলবার):

শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সাথে দেশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে এক বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু বলেন - জনগণের মাথার ঘাম পায়ে ফেলা কষ্টে উপার্জিত অর্থ থেকে সরকারকে দেয়া ট্যাক্সের টাকায় আপনাদের বেতন দেওয়া হয়, তাই জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রত্যেক সদস্যের দায়িত্ব।

১০ই আগষ্ট ২০০৯ (সোমবার):

পুলিশী বাধার মুখে টিপাইমুখ অভিমুখী লংমার্চ লক্ষ্যস্থলে পৌঁছতে পারেনি। সীমান্তের দিকে যাওয়ার পথে জকিগঞ্জ শহর অতিক্রম করার সময় পুলিশ লংমার্চটিকে আটকে দেয়।

৯ই আগষ্ট ২০০৯ (রবিবার):

নবনিযুক্ত পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন - টিপাইমুখ বাঁধ বিরোধী লংমার্চকে সরকার ইতিবাচকভাবে দেখছে। লংমার্চের ফলে ভারতের সম্ভাব্য এই বাঁধের বিরুদ্ধে জনমত সৃষ্টি হচ্ছে।

৮ই আগষ্ট ২০০৯ (শনিবার):
ভারতের টিপাইমুখ বাঁধ নির্মাণ প্রকল্পের প্রতিবাদে ঢাকা থেকে সিলেট অভিমুখে তিন দিন ব্যাপী লংমার্চ শুরু করেছে টিপাইমুখ বাঁধ প্রতিরোধ কমিটি ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই লংমার্চ উদ্বোধন করেন অধ্যাপক মোজাফফর আহমেদ।

৭ই আগষ্ট ২০০৯ (শুক্রবার):
ইরাকের উত্তর মসুলের রাশেদিয়া শহরে জুমুআর নামাযের পর একটি মসজিদের কাছে গাড়ী-বোমা বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত ও বহু লোক আহত।

৬ই আগষ্ট ২০০৯ (বৃহস্পতিবার):
আধিপত্য বিস্তার ও সিট দখলকে কেন্দ্র ক’রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ‍অন্তত ১৫ জন আহত

৫ই আগষ্ট ২০০৯ (বুধবার):
বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য সরকারের কাছে রোডম্যাপ ঘোষণার দাবী জানান। জাতীয় প্রেসক্লাবে আদিবাসী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এই দাবী জানান।

৪ঠা আগষ্ট ২০০৯ (মঙ্গলবার):
আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানদের কয়েক দফা রকেট হামলা

৩রা আগষ্ট ২০০৯ (সোমবার):
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে বোমা হামলায় মহিলা ও শিশু সহ কমপক্ষে ১২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত।

২রা আগষ্ট ২০০৯ (রবিবার):
পিলখানায় বিডিআর সদর দফতরে আরও একজন বিডিআর সদস্যের মৃত্যু। বিডিআরের মেকানিক্যাল শাখায় কর্মরত মোহাম্মদ শহীদুল্লাহ (৪৭) নামের এই বিডিআর সদস্য হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গত ফেব্রুয়ারী ট্র্যাজেডির পর এই নিয়ে পিলখানায় ৩৫ জন বিডিআর সদস্যের মৃত্যু হয়।

১লা আগষ্ট ২০০৯ (শনিবার):
কিরঘিজস্তানে আরেকটি রুশ সামরিক ঘাঁটি স্থাপনের ব্যাপারে উভয় দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত।

Monday, 10 August 2009

Background of Tanzeem-e-Islami

Background of Tanzeem-e-Islami

The essence of what we call the “Islamic revolutionary thought” consists of the idea that it is not enough to practice Islam in one's individual life but that the teachings of the Qur'an and those of the Sunnah of Prophet Muhammad (SAW) must also be implemented in their totality in the social, cultural, juristic, political, and the economic spheres of life. The credit for reviving this dynamic concept of Islam in the Indian subcontinent, after centuries of neglect and dormancy, goes to Allama Muhammad Iqbal. The first attempt towards the actualization of this concept was made by Maulana Abul Kalam Azad through his short-lived party, the Hizbullah. Another attempt was made by Maulana Sayyid Abul A`la Maududi through his Jama`at-e-Islami; however, the decision by the Jama`at after the creation of Pakistan to take part in the electoral process instead of continuing the original revolutionary methodology gradually resulted in its degeneration from a pure Islamic revolutionary party to a mere political one.
When Jama’t-e-Islami entered in the electoral process in 1956, a group of individuals including Dr. Israr Ahmed resigned on account of their disagreement with the leadership of the Jama‘at on significant policy matters. They came together and tried unsuccessfully to form an organized group that was expected to fulfill the vacuum created by the post-1947 change in the direction and course of Jama‘at-e-Islami. A resolution was passed which subsequently became the Mission Statement of Tanzeem-e-Islami.
While continuing his Quranic lectures, Dr. Israr kept waiting for his former colleagues to initiate efforts of Islamic renaissance through the revolutionary process. However upon realizing that nobody was coming forward to shoulder this responsibility, he decided to step-on for this effort and call people to make a disciplined organization and he therefore laid the foundation of Tanzeem-e-Islami.

Sunday, 9 August 2009

এক নজরে জুলাই ২০০৯

৩১শে জুলাই ২০০৯ (শুক্রবার):
দ্বিতীয়বারের ন্যায় সম্প্রসারিত হল শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রীসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নিকট শপথবাক্য পাঠ করেন ১ মন্ত্রী এবং ৫ প্রতিমন্ত্রী। শপথগ্রহণের পরপরই প্রধানমন্ত্রী তাদের মাঝে দপ্তর বণ্টন করেন -
- শাহজাহান খান (মন্ত্রী) নৌপরিবহন মন্ত্রণালয়।
- ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক (প্রতিমন্ত্রী) বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
- ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) ডা. মুজিবুর রহমান ফকির (প্রতিমন্ত্রী) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
- এডভোকেট প্রমোদ মানকিন (প্রতিমন্ত্রী) সংস্কৃতি মন্ত্রণালয়।
- মাহবুবুর রহমান (প্রতিমন্ত্রী) পানিসম্পদ মন্ত্রণালয়।
- অধ্যাপক ড. শিরীন শারমিন চৌধুরী (প্রতিমন্ত্রী) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
এতে মহাজোট সরকারের মন্ত্রীসভার সদস্য সংখ্যা দাঁড়াল ৪৩ -এ।

৩০শে জুলাই ২০০৯ (বৃহস্পতিবার):
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার সচিবালয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন -
- পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনীর সম্পূর্ণ একটি ব্রিগেড প্রত্যাহার করায় সেখানে আইন-শৃংখলা ‍পরিস্থিতির কোন অবনতি হবে না।
- সেখানে আরও যে চারটি ব্রিগেড রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে প্রত্যাহার ক’রে নেওয়া হবে।
বাকী ব্রিগেডগুলো কবে প্রত্যাহার করা হবে - এই প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নির্ভর করবে ঐ এলাকার আইন-শৃংখলা পরিস্থিতির উপর।

২৯শে জুলাই ২০০৯ (বুধবার):
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের বরাত দিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয় - ১৯৯৭ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পাবর্ত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে ৩৫টি সেনাক্যাম্প ও তিন পদাতিক ব্যাটালিয়নসহ সেনাবাহিনীর একটি বিগ্রেড পুরোপুরি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উল্লেখ্য, এক ব্রিগেডে প্রায় তিন হাজার সেনা থাকে।

২৮শে জুলাই ২০০৯ (মঙ্গলবার):

আগারগাঁওস্থ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র) হুফফাযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ১৩ তম জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। প্রতিযোগিতায় ৩০ পার‍া কুরআনের হাফেয ক্যাটাগরিতে হাফেয সাইফুল ইসলাম প্রথম এবং এক থেকে দশ বছর বয়সীদের মধ্যে হাফেয মো: সোহাগ হোসেন প্রথম স্থান অধিকার করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শায়খুল হাদীস আজিজুল হক।

২৭শে জুলাই ২০০৯ (সোমবার):
প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের পরমাণবিক সাবমেরিন সংযোজনের ফলে এই অঞ্চলে অস্থিরতার সৃষ্টি হবে বলে মর্মে বিবৃতি দিয়েছে পাকিস্তানের নৌবাহিনী।

২৬শে জুলাই ২০০৯ (রবিবার):
বাংলাদেশের ভারতের প্রথম পরমাণু ক্ষমতাসম্পন্ন সাবমেরিন আইএনএস আরিহান্ট উদ্বোধন করেন সে দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

২৫শে জুলাই ২০০৯ (শনিবার):
বাংলাদেশের সমুদ্র অঞ্চলের বিরাট একটি অংশ দখলের ষড়যন্ত্র করছে ভারত - মর্মে অভিযোগ করে বাংলাদেশ সামুদ্রিক অঞ্চল ও সম্পদ রক্ষা জাতীয় কমিটি (জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে)।

২৪শে জুলাই ২০০৯ (শুক্রবার):
কিরগিজিস্তানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভ পুনঃনির্বাচিত। ২০০৫ সালে রাজপথে সহিংস বিক্ষোভের পথ ধরে বাকিয়েভ ক্ষমতায় এসেছিলেন। উল্লেখ্য, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দেশটিতে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়েরই সামরিক ঘাঁটি রয়েছে।

২৩শে জুলাই ২০০৯ (বৃহস্পতিবার):
বাংলাদেশে সফররত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত ঝাউ জেং এক সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তরকালে বলেন -
- গত ৫ই জুলাই চীনের পশ্চিমাঞ্চলীয় শিন ঝিয়ান প্রদেশের রাজধানী উরুমকী শহরে সংঘটিত ভয়াবহ দাঙ্গার
ব্যাপারে সে দেশের সরকারের অবস্থান ব্যাখ্যা করাই তার এই সফরের মূল উদ্দেশ্য।
- শিন ঝিয়ানে বর্তমানে স্বাভাবিক পরিস্থিতি বির‍াজ করছে।
- গত ৫ই জুলাই উরুমকী শহরে হান এবং মুসলিম উইঘুরদের মধ্যে এক ভয়াবহ দাঙ্গায় অন্তত ১৯৭ জন নিহত এবং ১ হাজার ৬০০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৪৬ জন মুসলিম। এই দাঙ্গায় ধ্বংস হয়েছে ৬৪৩টি পরিবার।
- এই ভয়াবহ দাঙ্গার পেছনে বাইরের বা বিদেশী শক্তির উস্কানি রয়েছে।
- সংঘাতের এই ঘটনাকে পূর্ব পরিকল্পিত ও সুসংগঠিত বলে মনে করছে চীন সরকার।

২২শে জুলাই ২০০৯ (বুধবার):
দক্ষিণ-পূর্ব এশীয় (আসিয়ানভুক্ত) দেশসমূহের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত। অঞ্চলটিতে চীনের ক্রমবর্ধিষ্ণু প্রভাবের পরিপ্রেক্ষিতে এই চুক্তি স্বাক্ষরিত হল।

২১শে জুলাই ২০০৯ (মঙ্গলবার):
আফগানিস্তানের পূর্বাঞ্চলের দুটি শহরে তালেবানের একটি আত্মঘাতী হামলাকারী গ্রুপ একটি সামরিক ঘাঁটি ও সরকারী ভবনসমূহ উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এতে ৪ ব্যক্তি নিহত হয়।

২০শে জুলাই ২০০৯ (সোমবার):
রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটে ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে ছাত্রশিবির কর্মীরা হল দখলের চেষ্টা করলে ছাত্রশিবির-ছাত্রলীগ তুমুল সংঘর্ষ। উভয়পক্ষে কমপক্ষে ২০ জন আহত।

১৯শে জুলাই ২০০৯ (রবিবার):
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস দখলকে কেন্দ্র ক’রে ছাত্রলীগ ও ছাত্রশিবির কর্মীদের গুলি বিনিময়।

১৮ই জুলাই ২০০৯ (শনিবার):
মৌরিতানিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত। রাজধানী নাউকচটে পুলিশ ও অজ্ঞাত বন্দুকধারীদের মধ্যে গুলি বিনিময়।

১৭ই জুলাই ২০০৯ (শুক্রবার):
জাকার্তায় ম্যারিয়ট ও রিজ হোটেলে প্রায় কাছাকাছি সময়ে পৃথক আত্মঘাতী বোম‍া হামলায় ১২ জন নিহত এবং অর্ধশতাধিক আহত।

১৬ই জুলাই ২০০৯ (বৃহস্পতিবার):
পরমাণু বোম‍া ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার শাস্তিস্বরূপ উত্তর কোরিয়ার ওপরে নতুন ক’রে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

১৫ই জুলাই ২০০৯ (বুধবার):
ইরানে কাস্পিয়ান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত; ১৬৮ জন আরোহীর সকলে নিহত

১৪ই জুলাই ২০০৯ (মঙ্গলবার):
ইরানে বিদ্রোহী সুন্নী মুসলিম গ্রুপের ১৪ সদস্যের প্রকাশ্যে ফাঁসি কার্যকর

১৩ই জুলাই ২০০৯ (সোমবার):
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি মাদ্রাসায় শক্তিশালী বোমা বিস্ফোরণে সাত শিশু সহ কমপক্ষে ১৫ জন নিহত এবং ৭০ জন আহত।

১২ই জুলাই ২০০৯ (রবিবার):
নতুন দিল্লীতে আংশিকভাবে নির্মিত একটি রেল সেতুর অংশবিশেষ আকস্মিকভাবে ধসে পড়ে ৫ জন নিহত এবং ১৫ জন আহত

১১ই জুলাই ২০০৯ (শনিবার):
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ক’রে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষ।

বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা।

১০ই জুলাই ২০০৯ (শুক্রবার):
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় মুসলিম প্রধান জিনজিয়াংয়ের রাজধানী উরুমকীতে সম্ভাব্য গোলযোগের আশংকায় এ দিন (শুক্রবার) সকল মসজিদে জুমুআর নামাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়, লোকজনকে নিজ নিজ ঘরে জুমুআর নামাজ আদায়ের পরামর্শ দেওয়‍া হয়। কিন্তু মুসল্লীরা সরকারী নির্দেশের বিরোধিতা ক’রে বলছে যে, ঘরে কখনও জুমুআর নামাজ আদায় করা যায় না, তাই তারা অবশ্যই মসজিদে যাবে।

সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা ক’রে উরুমকীতে মুসল্লীরা জুমুআর নামাজ আদায়ের জন্য মসজিদে ভীড় জমায়, কিন্তু পুলিশী বাধার মুখে নামাজ আদায় সম্ভব হয়নি। তবে রাজধানী উরুমকীর বাইরে কোন কোন মসজিদে জুমুআর নামাজ অনুষ্ঠিত হয়।

৯ই জুলাই ২০০৯ (বৃহস্পতিবার):
বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে ৩ জন বাংলাদেশী নিহত।

৮ই জুলাই ২০০৯ (বুধবার):
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে প্রশ্নোত্তর পর্বে বলেন, গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে একটি শ্রেণী বিরাট চক্রান্তের খেলা খেলছে।

৭ই জুলাই ২০০৯ (মঙ্গলবার):
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে চালকবিহীন মার্কিন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় ১৪ জন নিহত।

৬ই জুলাই ২০০৯ (সোমবার):
বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, টিপাইমুখ বাঁধ মূলত কোন ইস্যুই নয়, এ নিয়ে বিরোধী দল অহেতুক ইস্যু তৈরী করার চেষ্টা করছে।

৫ই জুলাই ২০০৯ (রবিবার):
টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে ঢাকায় অর্ধশতাধিক জনতা কর্তৃক ভারতীয় হাইকমিশন ঘেরাও। পুলিশী বাধার মুখে সংঘর্ষে ৬ জন পুলিশ সহ ১৫ জন আহত।

৪ঠা জুলাই ২০০৯ (শনিবার):
উত্তর কোরিয়া পরীক্ষামূলকভাবে ৬টি ব্যালেষ্টিক মিসাইল নিক্ষেপ করে।

৩রা জুলাই ২০০৯ (শুক্রবার):
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে চালকবিহীন মার্কিন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহত।

২রা জুলাই ২০০৯ (বৃহস্পতিবার):
আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে নতুন ক’রে ব্যাপক অভিযান শুরু করে মার্কিন বাহিনী।



১লা জুলাই ২০০৯ (বুধবার):
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মণি বলেন, কূটনীতিকদের বক্তব্য-বিবৃতিতে একটা সীমারেখা থাকে, কিন্তু ভারতের হাইকমিশনার তার সাম্প্রতিক বক্তব্যে কূটনৈতিক সেই সীমারেখা মানেননি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশের বিশেষজ্ঞদেরকে ‘তথাকথিত’ বলে মন্তব্য সহ আরও কিছু অপ্রাসঙ্গিক বক্তব্য কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কি না জানতে চাইলে ব্যক্তিগত মত হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

Thursday, 30 July 2009

The Pillars of Islam

The Pillars of Islam

Shaykh Muhammad ibn Ibraaheem al-Tuawyjri

Praise be to Allaah.

Islam is based on five pillars which the Messenger (peace and blessings of Allaah be upon him) has explained for us, when he said: “Islam is built upon five [pillars]: the testimony that there is no god but Allaah and that Muhammad is the Messenger of Allaah; establishing regular prayer (salaah); paying the zakaah; Hajj (pilgrimage) and fasting Ramadaan.” (Agreed upon; narrated by al-Bukhaari, no. 8)

Islam is both belief and laws, in which Allaah and His Messenger have told us what is halaal and what is haraam, morals and good manners, acts of worship and how to interact with people, rights and duties, and scenes of the resurrection. When Allaah completed this religion, He chose it to be the way of life for all of mankind until the Hour begins:

“This day, I have perfected your religion for you, completed My Favour upon you, and have chosen for you Islam as your religion

[al-Maa'idah 5:3 – interpretation of the meaning]

These are the pillars of Islam and the principles upon which it is based:

The first pillar: al-Shahaadatayn (the twin testimony of faith)

This means that a person believes that Allaah alone is the Lord, Sovereign and Controller, the Creator and Provider. He affirms all His most beautiful names and the sublime attributes that Allaah has affirmed for Himself or that His Prophet affirmed for Him. He believes that Allaah alone, and no one else, is the Only One Who is deserving of worship, as Allaah says (interpretation of the meaning):

“He is the Originator of the heavens and the earth. How can He have children when He has no wife? He created all things and He is the All-Knower of everything.

Such is Allaah, your Lord! Laa ilaaha illa Huwa (none has the right to be worshipped but He), the Creator of all things. So worship Him (Alone), and He is the Wakeel (Trustee, Disposer of affairs or Guardian) over all things”[al-An’aam 6:101-102]

And he believes that Allaah sent His Messenger Muhammad (peace and blessings of Allaah be upon him), and revealed to him the Qur’aan, and commanded him to convey this religion to all of mankind. He believes that loving Allaah and His Messenger and obeying them are duties which are obligatory upon all of mankind, and that love of Allaah can only be realized by following His Messenger (peace and blessings of Allaah be upon him):

“Say (O Muhammad to mankind): ‘If you (really) love Allaah, then follow me (i.e. accept Islamic Monotheism, follow the Qur’aan and the Sunnah), Allaah will love you and forgive you your sins. And Allaah is Oft-Forgiving, Most Merciful”

[Aal ‘Imraan 3:31 – interpretation of the meaning]

The second pillar: salaah (prayer)

The Muslim believes that Allaah has enjoined upon every sane adult Muslim five prayers each day and night, which he does in a state of purity, standing before his Lord, every day in a state of purity and humility, thanking his Lord for His blessings, asking Him of His bounty, seeking His forgiveness for his sins, asking Him for Paradise and seeking refuge in Him from Hell.

The five obligatory prayers which are required day and night are Fajr (early morning, before dawn), Zuhr (mid-day, just after noon), ‘Asr (mid afternoon), Maghrib (just after sunset) and ‘Ishaa’ (at night, after dark has fallen). There are also Sunnah prayers such as Qiyaam al-Layl (prayer at night), Taraweeh prayers, two rak’ahs of Duha prayer, etc.

Prayer, whether it is fard or naafil, represents a sincere turning towards Allaah alone in all one's affairs. Allaah has commanded all the believers to guard strictly the observance of the prayers, as He says (interpretation of the meaning):

“Guard strictly (five obligatory) As‑Salawaat (the prayers) especially the middle Salaah (i.e. the best prayer ‑ ‘Asr). And stand before Allaah with obedience [and do not speak to others during the Salaah (prayers)]”[al-Baqarah 2:238]

The five daily prayers are obligatory upon every Muslim man and woman, night and day:

“Verily, As‑Salaah (the prayer) is enjoined on the believers at fixed hours”[al-Nisaa’ 4:103 – interpretation of the meaning]

The one who abandons prayer has no share in Islam. Whoever neglects it deliberately is a kaafir, as Allaah says (interpretation of the meaning):

“(And remain always) turning in repentance to Him (only), and be afraid and dutiful to Him; and perform As‑Salaah (Iqaamat‑as‑Salaah) and be not of Al‑Mushrikoon (the polytheists, idolaters, disbelievers in the Oneness of Allaah)[al-Room 30:31]

Islam is based on co-operation, brotherhood and love, and Allaah has prescribed coming together for these prayers and others, in order to attain these virtues. The Prophet (peace and blessings of Allaah be upon him) said: “Prayer in congregation is twenty-seven times better than prayer offered alone.” (Narrated by Muslim, no. 650)

Prayer helps the believer at times of hardship and calamity. Allaah says (interpretation of the meaning):

“And seek help in patience and As-Salaah (the prayer) and truly, it is extremely heavy and hard except for Al-Khaashi‘oon [i.e. the true believers in Allaah — those who obey Allaah with full submission, fear much from His punishment, and believe in His Promise (Paradise) and in His Warnings (Hell)].[al-Baqarah 2:45]

The five daily prayers wipe out sins, as the Prophet (peace and blessings of Allaah be upon him) said: “Do you not think that if there was a river at the door of any one of you, and he were to bathe in it five times each day, would there by any dirt left on him?” They said, “No dirt would be left on him at all.” He said, “That is the likeness of the five daily prayers, by means of which Allaah erases sin.”

Prayer in the mosque is a means of entering Paradise. The Prophet (peace and blessings of Allaah be upon him) said: “Whoever comes and goes to the mosque, Allaah will prepare for him a house in Paradise for each time he comes and goes.” (Narrated by Muslim, no. 669)

Prayer brings the slave and his Creator together. It was the delight of the Messenger (peace and blessings of Allaah be upon him). Whenever any matter grieved him, he would turn to prayer and converse with his Lord and call upon Him, seeking His forgiveness and asking Him of His bounty.

Prayer done with proper humility and fear of Allaah brings the Muslim closer to his Lord, and keeps him from doing evil, as Allaah says (interpretation of the meaning):

“Recite (O Muhammad) what has been revealed to you of the Book (the Qur’aan), and perform As‑Salaah (Iqaamat‑as‑Salaah). Verily, As‑Salaah (the prayer) prevents from Al‑Fahsha’ (i.e. great sins of every kind, unlawful sexual intercourse) and Al‑Munkar (i.e. disbelief, polytheism, and every kind of evil wicked deed)”[al-‘Ankaboot 29:45]

The third pillar: zakaah (poor due, charity tax)

Just asAllaah has created people with different colours, attitudes and levels of knowledge, so too their deeds and provision vary. He has made some of them rich and some poor, to test the rich as to whether they show gratitude, and to test the poor as to whether they are patient. Because the believers are a brotherhood, and brotherhood is based on compassion, kindness, love and mercy, Allaah has enjoined upon the Muslims zakaah which is taken from the rich and given to the poor. Allaah says (interpretation of the meaning):

“Take Sadaqah (alms) from their wealth in order to purify them and sanctify them with it, and invoke Allaah for them. Verily, your invocations are a source of security for them”[al-Tawbah 9:103]

Zakaah purifies and cleanses wealth, and purifies the soul from stinginess and miserliness. It strengthens the love between the rich and poor, takes away hatred, makes security prevail and brings happiness to the ummah happy.

Allaah has made the payment of zakaah obligatory upon everyone who owns the nisaab (minimum amount) for one year. The rate of zakaah on gold, silver, other metals and trade goods is one quarter of ten percent. On agricultural produce and fruits the amount is one-tenth if it is irrigated (by artificial means), and one-half of one-tenth if it is not irrigated (by artificial means, i.e., it is watered by rainfall or other natural means). Concerning an’aam animals (i.e., sheep, goats, cattle and camels) the details are explained in the books of fiqh… Whoever pays zakaah, Allaah expiates his sins thereby, and blesses his wealth, and stores up for him a great reward. Allaah says (interpretation of the meaning):

“And perform As-Salaah (Iqaamat-as-Salaah), and give Zakaah, and whatever of good (deeds that Allaah loves) you send forth for yourselves before you, you shall find it with Allaah. Certainly, Allaah is All-Seer of what you do”[al-Baqarah 2:110]

Withholding zakaah brings disasters and evils upon the ummah. Allaah has threatened those who withhold it with a painful torment on the Day of Resurrection. He says (interpretation of the meaning):

“O you who believe! Verily, there are many of the (Jewish) rabbis and the (Christian) monks who devour the wealth of mankind in falsehood, and hinder (them) from the way of Allaah (i.e. Allaah’s religion of Islamic Monotheism). And those who hoard up gold and silver (Al‑Kanz: the money, the Zakaah of which has not been paid) and spend them not in the way of Allaah, announce unto them a painful torment.

On the Day when that (Al‑Kanz: money, gold and silver, the Zakaah of which has not been paid) will be heated in the fire of Hell and with it will be branded their foreheads, their flanks, and their backs, (and it will be said unto them:) ‘This is the treasure which you hoarded for yourselves. Now taste of what you used to hoard’”

[al-Tawbah 9:34-35]

Concealing one’s zakaah is better than paying it openly in front of people, as Allaah says (interpretation of the meaning):

“If you disclose your Sadaqaat (almsgiving), it is well; but if you conceal them and give them to the poor, that is better for you. (Allaah) will expiate you some of your sins. And Allaah is Well-Acquainted with what you do [al-Baqarah 2:271]

When a Muslim pays his zakaah, it is not permissible for him to give it to anyone except those whom Allaah mentions in the aayah (interpretation of the meaning):

“As-Sadaqaat (here it means Zakaah) are only for the Fuqaraa’ (poor), and Al‑Masaakeen (the poor) and those employed to collect (the funds); and to attract the hearts of those who have been inclined (towards Islam); and to free the captives; and for those in debt; and for Allaah’s Cause (i.e. for Mujahidoon — those fighting in a holy battle), and for the wayfarer (a traveller who is cut off from everything); a duty imposed by Allaah. And Allaah is All-Knower, All-Wise”[al-Tawbah 9:60]

The fourth pillar: sawm (fasting) in Ramadaan

Fasting means abstaining from things which break the fast, such as food, drink and intercourse, from sunrise until sunset, with the intention of fasting.

The relationship of patience to faith is like that of the head to the body. Allaah has enjoined upon this ummah fasting for one month of the year, in order to draw closer to Allaah, to avoid that which Allaah has forbidden, to get used to being patient, to bring the nafs (self) under control, to compete in generosity and to demonstrate co-operation and mutual compassion. Allaah says (interpretation of the meaning):

“O you who believe! Observing As-Sawm (the fasting) is prescribed for you as it was prescribed for those before you, that you may become Al-Muttaqoon (the pious)”[al-Baqarah 2:183]

The month of Ramadaan is a great month, in which Allaah revealed the Qur’aan. The reward for good deeds, acts of charity and acts of worship are multiplied in this month. In it is Laylat al-Qadr, which is better than a thousand months. The gates of heaven are opened and the gates of Hell are shut, and the shayaateen (devils) are tied up.

Allaah has made fasting the month of Ramadaan obligatory upon every sane, adult Muslim, male and female alike, as He says (interpretation of the meaning):

“The month of Ramadaan in which was revealed the Qur’aan, a guidance for mankind and clear proofs for the guidance and the criterion (between right and wrong). So whoever of you sights (the crescent on the first night of) the month (of Ramadaan i.e. is present at his home), he must observe Sawm (fasts) that month, and whoever is ill or on a journey, the same number [of days which one did not observe Sawm (fasts) must be made up] from other days. Allaah intends for you ease, and He does not want to make things difficult for you. (He wants that you) must complete the same number (of days), and that you must magnify Allaah [i.e. to say Takbeer (Allaahu Akbar: Allaah is the Most Great)] for having guided you so that you may be grateful to Him” [al-Baqarah 2:185]

There is a great reward with Allaah for fasting. The Prophet (peace and blessings of Allaah be upon him) said: “Every action of the son of Adam is multiplied, each good deed receiving a tenfold to seven hundredfold reward. Allaah said, ‘Except for fasting, for it is done for Me and I will give a reward for it, for he gives up his desire and food for My sake.’” (Narrated by Muslim, al-Siyaam)

The fifth pillar: Hajj (pilgrimage)

Allaah has given the Muslims a Qiblah (direction of prayer) which they face when they pray (salaah) and offer supplications (du’aa’), wherever they may be. This qiblah is the Ancient House (the Ka’bah) in Makkah al-Mukarramah:

“so turn your face in the direction of Al-Masjid Al-Haraam (at Makkah). And wheresoever you people are, turn your faces (in prayer) in that direction [al-Baqarah 2:144 – interpretation of the meaning]

Because the Muslims scattered all over the world, and Islam calls people to be united and get to know one another, just as it calls them to co-operate in righteousness and piety, to recommend one another to the truth, to call people to Allaah and to venerate the rituals of Allaah – hence Allaah has made it obligatory for every sane, adult Muslim who has the means, to visit His Ancient House, to circumambulate it and to perform all the rituals of Hajj as explained by Allaah and His Messenger. Allaah says (interpretation of the meaning):

“And Hajj (pilgrimage to Makkah) to the House (Ka‘bah) is a duty that mankind owes to Allaah, those who can afford the expenses (for one’s conveyance, provision and residence); and whoever disbelieves [i.e. denies Hajj (pilgrimage to Makkah), then he is a disbeliever of Allaah], then Allaah stands not in need of any of the ‘Aalameen (mankind, jinn and all that exists)” [Aal Imraan 3:97]

Hajj is an occasion on which the unity of the Muslims, their strength and pride, are made manifest. For the Lord is One, the Book is one, the Messenger is one, the ummah is one, their worship is one and their clothing is one.

Hajj has its own etiquette and conditions which the Muslims must observe, such as restraining their tongues, hearing and sight from all that Allaah has forbidden, being sincere in their intentions, using money from good sources (for Hajj), fostering the best attitude, and avoiding everything that could invalidate the Hajj, such as sexual relations, sin or arguing unjustly, as Allaah says (interpretation of the meaning):

“The Hajj (pilgrimage) is (in) the well-known (lunar year) months (i.e. the 10th month, the 11th month and the first ten days of the 12th month of the Islamic calendar, i.e. two months and ten days). So whosoever intends to perform Hajj therein (by assuming Ihraam), then he should not have sexual relations (with his wife), nor commit sin, nor dispute unjustly during the Hajj. And whatever good you do, (be sure) Allaah knows it. And take a provision (with you) for the journey, but the best provision is At-Taqwa (piety, righteousness). So fear Me, O men of understanding!”[al-Baqarah 3:197]

If the Muslim does Hajj correctly, in the manner prescribed and sincerely for the sake of Allaah, it will be an expiation for his sins. The Prophet (peace and blessings of Allaah be upon him) said: “Whoever does Hajj for the sake of Allaah, and does not have sexual relations or commit sins, will come back like the day his mother bore him.” (Narrated by al-Bukhaari, no. 15210)

Saturday, 6 June 2009

এক নজরে জুন ২০০৯

৩০শে জুন ২০০৯:
বেলুচিস্তানে রিমোট-কন্ট্রোল বোমা হামলায় ৫ জন নিহত।

২৯শে জুন ২০০৯:
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মণি বলেন, ভারত ও মায়ানমারের সাথে সমুদ্রসীমা নির্ধারণকল্পে কোন ধরনের জরিপ কাজ পরিচালনার উদ্যোগ সরকারের নেই। জাতীয় সংসদে সাংসদ রাশেদা বেগম হীরার এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

২৮শে জুন ২০০৯:
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তিরক্ষী প্রশিক্ষণ কেন্দ্রের প্রধানদের নিয়ে চারদিন ব্যাপী সম্মেলন ঢাকায় শুরু। বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল আবদুল হাফিজ এই সম্মেলন উদ্বোধন করেন।

২৭শে জুন ২০০৯:

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ রেলষ্টেশনের কাছে একটি যাত্রীবাহী চলন্ত ট্রেনের কামরায় শক্তিশালী বোমা বিস্ফোরণে ১০ যাত্রী আহত। ট্রেনটি খুলনা থেকে রাজশাহী যাচ্ছিল।

২৬শে জুন ২০০৯:
ঢাকার কারওয়ান বাজারে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে তিন ব্যবসায়ী নিহত এবং গুলিবিদ্ধ হয়ে এক ব্যবসায়ী আহত। চাঁদা দিতে অস্বীকৃতির জের ধরে এই হত্যাকাণ্ড চালান হয় বলে জানা যায়। হতাহতরা স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা।

২৫শে জুন ২০০৯:
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেন:
- দক্ষিণ এশিয়া অঞ্চলের ‍পানি বিতর্ক নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

- ভারত থেকে কি পরিমাণ পানি বাংলাদেশে আসে এবং টিপাইমুখ বাঁধের সম্ভাব্য প্রভাব কি হতে পারে, এ সব ব্যাপারে তার কাছে কোন তথ্য নেই।
- দক্ষিণ এশিয়ার পানি বিতর্কে তার দেশের (মার্কিন যুক্তরাষ্ট্র) কোন সংশ্লিষ্টতা নেই।
নিরাপত্তা গবেষণা বিষয়ক সংস্থা বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস এণ্ড সিকিউরিটি স্টাডিজ আয়োজিত ‘দক্ষিণ এশিয়া এবং বারাক ওবামার পররাষ্ট্রনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় মূল বক্তার বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

২৪শে জুন ২০০৯:
৬০তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স ও ৩১তম বিএমএ স্পেশাল কোর্সের জেন্টেলম্যান ও জেন্টেল উইম্যান ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে চট্টগ্রামের ভাটিয়ারীস্থ বাংলাদেশ মিলিটারী একাডেমীতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত।

২৩শে জুন ২০০৯:
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে চালকবিহীন মার্কিন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫০ জন নিহত, আহত বহুসংখ্যক।


২২শে জুন ২০০৯:
বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার আমদানিকৃত পণ্য ভস্মীভূত।

২১শে জুন ২০০৯:
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন:
- টিপাইমুখ বাঁধ নির্মাণ ক’রে জলবিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে ভারত। এই প্রকল্পে কেবল জলবিদ্যুৎই উৎপাদন করা হবে।
- টিপাইমুখ বাঁধ দিয়ে পানির গতি পরিবর্তন ক’রে কৃষি কিংবা অন্য কাজে ব্যবহারের কোন পরিকল্পনা নেই ভারতের।

- টিপাইমুখ বাঁধ নিয়ে বাংলাদেশের পানি বিশেষজ্ঞরা বিভ্রান্তি ছড়াচ্ছেন।- কোন অসৎ উদ্দেশ্য নিয়ে এ বাঁধ নির্মাণ করা হচ্ছে ন‍া।

- ভারত কোন অবস্থায়ই বাংলাদেশের শত্রুরাষ্ট্র নয়।
‘দক্ষিণ এশীয় যোগাযোগ : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ সব কথ‍া বলেন।

২০শে জুন ২০০৯:
ইরানের পরাজিত প্রেসিডেন্ট-পদপ্রার্থী মীর হোসেন মুসাভি’র সমর্থনে আয়োজিত বিশাল সমাবেশ পুলিশী বাধার মুখে পণ্ড। তেহরানে সমাবেশ ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা জলকামান ব্যবহার করে, টিয়ারগ্যাস ছোঁড়ে এবং ব্যাটন চার্জ করে।


১৯শে জুন ২০০৯:
রাজশাহীতে ৪ জন মহিলা ও ২ জন শিশু সহ মোট ১৮ ব্যক্তিকে জঙ্গী (ইসলামের নামে সন্ত্রাস সৃষ্টিকারী অর্থে) গ্রেফতার ক’রে পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ।

১৮ই জুন ২০০৯:
লালমনির হাটের বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশী গরু-ব্যবসায়ী নিহত (ভোরে)। পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর (সন্ধ্যায়)।

১৭ই জুন ২০০৯:
ইরানের পরাজিত প্রেসিডেন্ট-পদপ্রার্থী মীর হোসেন মুসাভি’র সমর্থক দুই প্রভাবশালী সংস্কারবাদী সাংবাদিক গ্রেফতার।

১৬ই জুন ২০০৯:
কর্ণফুলী নদীর পতেঙ্গা পয়েন্টে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (চীনের তৈরী FT-6) বিধ্বস্ত। পাইলট অক্ষত।
১৫ই জুন ২০০৯:
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে লে. জে. আবদুল মুবিন চৌধুরীর দায়িত্ব গ্রহণ। তিনি বিদায়ী সেনাপ্রধান মইন উ আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

১৪ই জুন ২০০৯:
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক বিডিআর সদস্যদেরকে ধরিয়ে দিলে এক লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

১৩ই জুন ২০০৯:
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে আহমদী নেজাদ বিপুল ব্যবধানে বিজয়ী।

১২ই জুন ২০০৯:
সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে সাঈদুর রহমান নামে একজন বাংলাদেশী নিহত।

১১ই জুন ২০০৯:
ইন্দোনেশিয়ার বেংকুলু প্রদেশে মাঝারি মাত্রার ভূমিকম্প। তাৎক্ষণিকভাবে কোন হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
১০ই জুন ২০০৯:
ইরাকে গাড়ীবোমা বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত এবং ৭০ জন আহত।

৯ই জুন ২০০৯:
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে পাঁচ তারক‍া হোটেলে শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত ১৬, আহত ৫৭।

৮ই জুন ২০০৯:
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় নারাথিওয়াথ প্রদেশের একটি মসজিদে মাগরিবের নামাজের সময়ে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত ১০, আহত ১২। গুলিবর্ষণের সময়ে সকলেই সাজদা-রত অবস্থায় ছিলেন। উল্লেখ্য, থাইল্যান্ডের প্রধান তিনটি মুসলিম প্রদেশের মধ্যে নারাথিওয়াথ অন্যতম। গত পাঁচ বছরে সেখানে বোমা ও গুলিতে তিন হাজারেরও বেশী মুসলমান নিহত হয়েছেন।

৭ই ‍জুন ২০০৯:
পেন্টাগণের অভিযোগ - বুশ প্রশাসনের সময় সন্ত্রাস মোকাবেলার জন্য পাওয়া সামরিক সাহায্য সেনাবাহিনীর আধুনিকায়নেই ব্যয় করেছে পাকিস্তান, যাতে যুদ্ধ হলে তারা ভারতের মোকাবেলা করতে পারে এবং এ ব্যাপারে বুশ প্রশাসন ওয়াকিফহাল ছিল।

৬ই জুন ২০০৯:
পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের স্পিন বোলদাক শহরে আত্মঘাতী বোমা হামলায় ৪ জন নিহত।

৫ই জুন ২০০৯:
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুতে একটি পাবলিক বাসে অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে ২৪ আরোহী নিহত এবং ৪৪ জন আহত। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

৪ঠা জুন ২০০৯:
মিসরের কায়রো বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড হলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মুসলিম বিশ্বের উদ্দেশ্যে ৫৫ মিনিট ব্যাপী ভাষণ প্রদান করেন।

৩রা জুন ২০০৯:
ফিলিপাইনে বন্দুকধারীদের গুলিতে জনৈক জুনিয়র মন্ত্রী আহত।

২রা জুন ২০০৯:
তালেবানের হাতে আটক ৫০০ ‍অপহৃতের ভেতরে ৮০ শিক্ষার্থীকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা থেকে উদ্ধার করেছে পাকিস্তান সেনাবাহিনী। উদ্ধারকৃত সকলেই উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনী পরিচালিত ক্যাডেট কলেজের ছাত্র।

১লা জুন ২০০৯:
২২৮ যাত্রী নিয়ে এয়ার ফ্রান্সের একটি উড়োজাহাজ আটলান্টিক মহাসাগরের আকাশে নিখোঁজ।